Lakshmi Bhandar: টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে? এই সমস্যা না থাকলে মে মাসে টাকা পাবেন আপনি

Published : May 12, 2025, 04:08 PM IST

Lakshmi Bhandar: রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে মাসে মাসে টাকা তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। 

PREV
112
রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প

রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে মাসে মাসে টাকা তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।

212
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরিবর্তন

চালু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক পরিবর্তন করা হয়েছে । বাড়ান হয়েছে উপভোক্তার সংখ্যা। পাশাপাশি টাকার অঙ্কও বেড়েছে।

312
বর্তমানে টাকা

বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আওতায় প্রত্যেক মহিলাকে মাসে ১০০০ টাকা আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়।

412
আগামী দিনে বাড়বে টাকা

চলতি বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা বাড়ানোর কথা ঘোষণা করেনি রাজ্য সরকার। কিন্তু আগামী দিনে বাড়তে পারে টাকা।

512
বিধানসভা নির্বাচন

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। কারণ গত বিধানসভা নির্বাচনেও টাকা বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

612
টাকার অঙ্ক

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডর প্রকল্পের টাকা অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে। অনেকেই মনে করছেন সাধারণ শ্রেণির মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে আগামী দিনে ১৫০০ টাকা করে পেতে পারে। তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পেতে পারেন ১৮০০ টাকা। যদিও পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

712
গ্রাহকের সংখ্যা বৃদ্ধি

বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গ্রাহকের সংখ্যা অনেকটাই বাড়ান হয়েছে। বর্তমানে এই প্রকল্প থেকে উপকৃত হন রাজ্যের প্রায় ২.২৬ কোটি মহিলা। আগামী দিনে উপক্ষোক্তার সংখ্যা আরও বাড়বে।

812
টাকা বিলির সময়

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিলি হয় প্রত্যেক মাসের ১১-১৫ তারিখের মধ্যে।

912
ব্যাঙ্কে টাকা

এই প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। আর মোবাইল ফোনে মেসেজ আসে।

1012
টাকা নিয়ে সমস্যা

যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তদের টাকা পেতেও সমস্যা হবে। না হলে সরাসরি ব্যাঙ্কে ঢুকে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

1112
নাম বাদ

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। সাধারণত তিনটি কারণে নাম বাদ যাচ্ছে।

1212
কারণগুলি হল

যাদের আধার নম্বর ও মোবাইল নম্বর মিলছে না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ, তাদের নাম সাময়িকভাবে তালিকা থেকে বাদ পড়েছে। নাম পুনরায় নথিভুক্ত করতে স্থানীয় “দুয়ারে সরকার ক্যাম্পে” যোগাযোগ করুন। অনেকের বয়স ৬০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের ও নাম বাদ পড়বে।

Read more Photos on
click me!

Recommended Stories