- Home
- West Bengal
- West Bengal News
- DA News: ৫৫% ডিএ মামলার শুনানি ৫৫ মিনিটে! মহার্ঘ ভাতা নিয়ে কী বললেন সরকারি কর্মী
DA News: ৫৫% ডিএ মামলার শুনানি ৫৫ মিনিটে! মহার্ঘ ভাতা নিয়ে কী বললেন সরকারি কর্মী
DA News: বুধবার , ১৪ মে সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা। গত বুধবার শুনানি ছিল। কিন্তু রাজ্য সরকারের আবেদনে তা পিছিয়ে যায়।

সুপ্রিম কোর্টে ডিএ মামলা
আগামী বুধবার আবারও সুপ্রিম কোর্টে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলা।
সুপ্রিম কোর্টে উঠবে মামলা
বুধবার , ১৪ মে সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা। গত বুধবার শুনানি ছিল। কিন্তু রাজ্য সরকারের আবেদনে তা পিছিয়ে যায়।
মামলার শুনানি হবে
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে ১৫ নম্বর কক্ষে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে।
মামলার নম্বর
সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলার সিরিয়াল নম্বর হল ৪০। দুপুর ২টোর সময়ই উঠতে পারে মামলা।
মমলা শোনার সময়
মামলা শোনার জন্য মোটের ওপর ৫৫ মিনিট বরাদ্দ করা হয়েছে। কারণ ওই দিন দুপুর ৩-৪টে পর্যন্ত স্পেশাল বেঞ্চে অন্য একটি মামলা শুনবেন বিচারপতি কারোল। তাই বরাদ্দ ৫৫ মিনিট।
মামলার শুনানিতে আরও কম সময় লাগবে!
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জনিয়েছে মামলার শুনানিতে আরও কম সময় লাগবে। ২০-২৫ মিনিটেই মামলার শুনানি হয়ে যেতে পরে।
ফয়সালা নিয়ে আশাবাদী
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশাবাদী বুধবারই মামলার ফয়সলা হয়ে যেতে পারে। যদিও তিনি বলেছেন, 'ডিএ মামলা আবারও পূর্বের (২০২৫ সালের ২৫ মার্চ) অবস্থাতেই ফিরে এসেছে।'
মামলা পিছিয়ে যাওয়ার কারণ
রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি জানিয়েছিলেন তাঁর অত্যন্ত জরুরি মামলা রয়েছে। তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই পর্যন্ত সময় চেয়েছিলেন।
ডিএ মামলা পিছিয়েছে
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত ১৬ বার পিছিয়েছে। মামলাটি ১১বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি।
৫ শতাংশ ডিএর দাবি
রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। অর্থাৎ ৫৫ শতাংশ হারে ডিএ চেয়েছিল।
কলকাতা হাইকোর্টের রায়
কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
ডিএর জন্য আন্দোলন
রাজ্য সরকারি কর্মীর ডিএর দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে। আইনি লড়াইয়ের পাশাপাশি অবস্থান বিক্ষোভ, কর্মবিরতিও চলছে।

