CPM on Lakshmi Bhandar: রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন ২০২১ সালে। কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরই এবার আস্থা রাখলেন সিপিএম নেতা নিরাপদ সর্দার। 

CPM on Lakshmi Bhandar: রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন ২০২১ সালে। কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরই এবার আস্থা রাখলেন সিপিএম নেতা নিরাপদ সর্দার। বামেদের ব্রিগেড সমাবেশে সিপিএম নেতা প্রকাশ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি সন্দেশখালির সিপিএম নেতা তথা খেতমজুর সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নিরাপদ সর্দার ব্রিগেড থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন। তিনি দাবি তুলেছেন 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সকলকে দেওয়া হোক।'

ব্রিগেড সমাবেশে ভাষণ দিতে গিয়ে নিরাপদ সর্দার বলেছেন, 'আমরা চাই রাজ্যের সকল মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পান।' এবর তিনি প্রকাশ্যেই মেনে নিলেন লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যে। তবে রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার তো সবাই পাচ্ছি। কিন্তু রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তা নেই! মর্যাদা নেই। তখন ভাণ্ডারের কথা কীভাবে বলে?' রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের মাসিক ১০০০ আর তফসিলি জাতি আর উপজাতি শ্রেণির মহিলাদের ১২০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এই প্রকল্পের সাফল্যের কথা কেন্দ্রীয় সরকারের একাধিক সমীক্ষায় উঠে এসেছে। বর্তমানে একাধিক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প চালু করা হয়েছে। সেগুলিও জনপ্রিয়তা পাচ্ছে। বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্য চালু করেছে এজাতীয় জনকল্যাণমূলক প্রকল্প।

ব্রিগেড সমাবেশ থেকেই নিরাপদ সর্দারের মত সুখরঞ্জন দে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর একটি প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও উল্লেখ করেন। তিনি বলেন স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বজন পোষণ রয়েছে।