সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, সমলিঙ্গ সম্পর্কের স্বীকৃতিতে বিয়ে ২ মহিলার

Published : Sep 16, 2025, 10:41 PM IST
Same Sex Wedding Ladies

সংক্ষিপ্ত

Same Sex Wedding: সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এখন আর এদেশে বেআইনি নয় সমলিঙ্গ সম্পর্ক ও বিয়ে। তবে গ্রামাঞ্চলে এই ধরনের সম্পর্কের কথা প্রকাশ্যে সেভাবে শোনা যায় না।

DID YOU KNOW ?
সমলিঙ্গ সম্পর্কের পর বিয়ে
ভারতে এখন আর সমলিঙ্গ সম্পর্ক বেআইনি নয়। সমলিঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়া ব্যক্তিরা চাইলে বিয়ে করতে পারেন।

Same Sex Relation: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। বর্তমান সময়ে এটা সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। কিন্তু সমলিঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়ে দুই মহিলা বিয়ে করছেন, তাও আবার বাংলার গ্রামাঞ্চলে, এই ঘটনা বিরল। এবার সেই ঘটনাই দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরে। এই জেলার খয়রাশোলের বাসিন্দা সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের টানে মালদা থেকে এলেন অন্য এক মহিলা নমিতা দাস। সুস্মিতার বয়স ২৮ বছর এবং নমিতার বয়স ৩১ বছর। তাঁরা এক শিবমন্দিরে বিয়ে করেছেন। দুই মহিলার বিয়ে ঘিরে দুবরাজপুরে চাঞ্চল্য তৈরি হয়। সুস্মিতা ও নমিতার বিয়ে উপলক্ষে শিবমন্দিরে রীতিমতো ভিড় হয়। দুই মহিলার বিয়ে হওয়ার পর সাত দিন কেটে গেলেও, জেলায় এই সমলিঙ্গ সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা চলছে।

দু'জনেরই সন্তান আছে

নমিতা জানিয়েছেন, এর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। সুস্মিতা জানিয়েছেন, তাঁর আট বছরের কন্যাসন্তান রয়েছে। তাঁরও স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে তাঁর মেয়ে বাবার কাছেই থাকে। নমিতা জানিয়েছেন, 'তিন বছর আগে ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয়। সেখান থেকেই প্রেম শুরু হয়। দু'বছর আগে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা দু'জন একে অপরকে বিয়ে করবো। তাই আজ আমরা সমস্ত কাগজপত্র ঠিক করে দুবরাজপুরে বিয়ে করতে এসেছি। আমার বাড়িতে কেউ নেই। বাবা-মা মারা গিয়েছেন। সুস্মিতার বাবা-মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন।'

কলকাতায় থাকবেন নবদম্পতি

নমিতা আরও জানিয়েছেন, 'আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। সুস্মিতার বাড়ি বীরভূম জেলার খয়রাশোলে। আমরা দু'জনেই আজকে বিয়ে করে কলকাতায় ফিরে যাব।' এই দুই মহিলার বিয়ের খবর শুনে এবং তাদের দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা এর আগে এই অঞ্চলে সমলিঙ্গ সম্পর্কের কথা শোনেননি। এটা নতুন ঘটনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ বছর আগে ইনস্টাগ্রামে আলাপের পর প্রেম থেকে বিয়ে
সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ারর পর বীরভূমের দুবরাজপুরে বিয়ে করলেন দুই মহিলা।
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য