পাথর খাদানে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর অবস্থা, বীরভূমে পাথর চাপা পড়ে মৃত ৬ শ্রমিক

Published : Sep 12, 2025, 06:13 PM ISTUpdated : Sep 12, 2025, 06:14 PM IST
dead body

সংক্ষিপ্ত

Birbhum News: পাথর খাদানে কাজের সময়ে ভয়াবহ ধস নামায় মর্মান্তিক পরিণতি ছয় খাদান শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেক শ্রমিক। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum News: উৎসবের মরশুম শুরুর আগেই জীবনে অন্ধকার। বীরভূমের পাথর খাদানে কার করতে গিয়ে ধসের নীচে চাপা পড়ে ৬ শ্রমিকের চরম পরিণতি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন শ্রমিক। সূত্রের খবর, শুক্রবার বিকেলে বীরভূমের পশ্চিম প্রান্তের নলহাটি থানার বাহাদুরপুরের পাথর শিল্পাঞ্চলে পাথর খাদানে ধস নামে। সেই সময় পাথর খাদানে কাজ করছিলেন অনেক শ্রমিক। তাঁদের মধ্যে ঘটনাস্থলে ধসে চাপা পড়ে মৃত্যু হয় ৬ জনের। আহত আরও ৪ জন শ্রমিক।

কী কারণে পাথর খাদানে ধস নামল? 

পুলিশ  সূত্রে খবর, বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে এই মুহুর্তে সরকারি অনুমোদিত পাথর খাদানের সংখ্যা ১১। শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ করে পালন ঘোষের পাথর খাদানে ধস নামে। এই সময় খাদানের নীচে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।

ঘটনার খবরে কী দাবি প্রত্যক্ষদর্শীদের?

 ধসের জেরে ঘটনাস্থলে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। পরে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। তবে কী কারণে ধস নামলো তা এখনও পরিষ্কার নয়। যদিও এই ঘটনায় স্থানীয়দের দাবি, এই সময় প্রতিদিনই পাথর ভাঙার জন্য ব্লাস্টিং করা হয়। সেই কারণেও এই ঘটনা ঘটতে পারে। পাশাপাশি অতি বৃষ্টির জেরে উপরের অংশের মাটি ধসে গিয়েও থাকতে পারে। ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। যুদ্ধ গতিতে চলছে উদ্ধার কাজ। 

অন্যদিকে, শুক্রবার দুপুরে কলকাতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে ভয়ঙ্কর ঘটনা। এদিন ভরদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে হাড়হিম করা ঘটনা ঘটে। যাত্রীভরা মেট্রো স্টেশনে এক ছাত্রের ওপর ছুরি নিয়ে হামলা চালাল অপর এক ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের সংঘর্ষে ছুরি নিয়ে হামলা চালায় এক স্কুল পড়ুয়া। তাতেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে অপরজন।

 তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানা  গিয়েছে। নিহত ছাত্রের নাম  মনোজিৎ যাদব, বরানগরের বাসিন্দা। 

বছর সতেরোর মনোজিৎ বাগবাজার হাইস্কুলের পড়ুয়া। জানা গিয়েছে, প্রতিদিন বন্ধুবান্ধবদের সঙ্গে মেট্রো চড়ে বাড়ি ফিরত সে। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও মেট্রো করেই বাড়ি ফিরতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ছিল সে। তারপরই দুই পক্ষের বন্ধুদের মধ্যে সংঘর্ষে ঘটে যায় মারাত্মক ঘটনা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?