
অর্মত্য সেনের পর এবার জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশ্বভারতীর পক্ষ থেকে প্রকাশ্যে আসা বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমন করা হয়। মুখ্যমন্ত্রী 'স্তাবকেরা' যা বলেন তাই বিশ্বাস করেন বলেও খোঁচা মারে কর্তৃপক্ষ। শুধু তাই নয় বিবৃতিতে লেখা হয় 'মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন।' পাশাপাশি সেই বিবৃতিতে মুখ্যমনন্ত্রীকে বিঁধে আরও বলা হয়, বিশ্বভারতীর উপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ না থাকলেও অসুবিধা নেই, কারণ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে চলতে অভ্যস্ত। এদিন বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা হয়,'চোখ দিয়ে দেখুন কান দিয়ে নয়। তারপর মতামত দেবেন। ভুলে যাবেন না আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই রাজ্যের সম্মান রক্ষার দায়িত্ব আপনারও।'
বিশ্বভারতী কর্তৃপক্ষের এই বিবৃতির নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিবৃতি কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নয় বরং কোনও দলীয় বিবৃতি বলেই মনে হচ্ছে। বুধবার বীরভূমে দলীয় সভায় দাঁড়িয়ে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, 'একটা লোকও যদি ওঁদের সঙ্গে না থাকে তাও আমি আছি।' এদিন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাসপেন্ডেড পড়ূয়া ও অধ্যাপকও দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখাননকার পরিস্থিতি জানান।
বিশ্বভারতীর পড়ুয়াদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা
'কেউ যদি মনে করেন পড়ুয়া-অধ্যাপক ও কর্মচারিবৃন্দকে ক্ষমতার জোরে মেরুকরণ, গৈরিকীকরণ করবেন, তার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করবেন, তাহলে একটা লোকও যদি ওঁদের সঙ্গে না থাকে তাও আমি আছি।'
মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই এই বিবৃতি প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই বিবৃতিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে লেখা হয়েছে,' বিশ্বভারতীতে মোট ৪৭৩ জন শিক্ষক ও প্রায় ১৫ হাজার পড়ুয়া রয়েছে। এছাড়া ৭৫০ কর্মীও আছে। এর মধ্যে মাত্র কয়েকজনের কথার ভিত্তিতে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করলেন। এটা অস্বাভাবিক নয় কারণ তিনি কান দিয়ে দেখেন।' বিবৃতিতে আরও লেখা হয়েছে যে,' যে অধ্যাপক সম্পর্কে মুখ্যমন্ত্রী বললেন যে তাঁকে বরখাস্ত করা হয়েছে, এটা সর্বৈব ভুল। তাঁকে শাস্তির প্রস্তাব এবং এই প্রস্তাবটা নিয়ে ওই অধ্যাপক মামলা করেছেন। অতএব ব্যাপারটা বিচারাধীন। অতএব মুখ্যমন্ত্রী একটু বাড়াবাড়ি করে ফেললেন না কি?'
আরও পড়ুন -
'বীরভূম আমি নিজে দেখব', কেষ্টর অনুপস্থিতিতে ভোটের কান্ডারী নিজের হাতেই নিলেন মমতা
সোনাঝুরির দোকানে ঢুকে নিজেই চা বানালেন মুখ্যমন্ত্রী, চেয়ে নিলেন দুধ-চিনি-চা পাতা, দেখুন ছবি
'ভারতের গয়নার বাজারে বাজেটের প্রভাব নগণ্য', বাজেট প্রসঙ্গে মন্তব্য সেনকো কর্তা শুভঙ্কর সেনের