West Bengal News: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাংলাদেশি, পুশব্যাক নিয়ে মমতার উপর চাপ বাড়াচ্ছে বিজেপি

Published : May 28, 2025, 11:33 AM IST
MAMATA

সংক্ষিপ্ত

TMC News: তৃণমূলের প্রাক্তণ পঞ্চায়েত প্রধান বাংলাদেশি। এবার তাঁকে বাংলাদেশে পুশ ব্যাকের দাবিতে সরব হল বঙ্গ বিজেপি। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

মালদহ: প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে এবার বাংলাদেশে (Bangladesh) পুশব্যাকের দাবি তুলে সরব হল রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, মালদহ জেলার হরিশচন্দ্রপুরের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন। আগেই তাঁকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। এবার তাঁকে সরাসরি বাংলাদেশে পুশব্যাকের দাবিতে সোচ্চার হল বিজেপি (BJP News)।

জানা গিয়েছে, যেখানে প্রশাসনের তরফেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি বলে ঘোষণা করা হয়েছে। সেখানে, তৃণমূলের তরফে কেন তাঁকে পুশব্যাকের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি নেতা অম্লান ভাদুড়ি। এই বিষয়ে স্থানীয় জেলা প্রশাসন পদক্ষেপ না নিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সূত্রের খবর, মালদহের হরিশচন্দ্রপুরের রসিদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি বলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন লাভলির কাছে পরাজিত কংগ্রেস প্রার্থী। এরপরই বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালতে। তদন্তে দেখা গিয়েছে যে- লাভলি খাতুন আদতে বাংলাদেশি নাগরিক। সে ভারতে অনুপ্রবেশ করেছে। এবং এক ব্যক্তিকে তাঁর বাবা সাজিয়ে এদেশের কাগজপত্র বের করে নিয়েছেন তিনি। কারণ, ভারতের নাগরিকত্ব প্রমাণের কাগজপত্রে তাঁর বাবার নাম ও বাংলাদেশের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ শংসাপত্রে তার বাবার নাম পৃথক রয়েছে। যা দেখেই সন্দেহ হয় প্রশাসনের।

এরপরই লাভলি খাতুনকে বাংলাদেশি ঘোষণা করে তার পঞ্চায়েত পদ খারিজের নির্দেশ দেন খোদ মহাকুমা শাসক। যারফলে খুব স্বাভাবিক ভাবেই প্রধান পদ চলে যায় তাঁর। আর এই বিষয়ে বিজেপির (BJP) প্রশ্ন, একজনকে বাংলাদেশি হিসেবে ঘোষণা করে দেওয়ার পরও কেন তাঁকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না? এই বিষয়টি জানিয়ে এবার জেলা প্রশাসনকে একটি স্মারকলিপিও দিতে চলেছে মালদহ বিজেপি নেতৃত্ব। দলের নেতা অম্লান ভাদুড়ি বলেন, ''জেলা প্রশাসন আমাদের চিঠি পেয়ে তৎপর না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানাব। তারপর কেন্দ্রীয় সরকার যা করার করবে।

অন্যদিকে, ফের ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত অবৈধ অনুপ্রবেশকারী। জানা গিয়েছে, বিশেষ অভিযান চালিয়ে নদীয়ার হাঁসখালি থানার পুলিশ হাঁসখালি থানার বড়চুপড়িয়া এলাকা থেকে পাঁচ বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ৫ বাংলাদেশির নাম হান্নান মৃধা, মোহাম্মদ রবিউল মন্ডল, মিকাইল শেখ মিকাইল শেখ, রাব্বি শেখ, রিক্তা বেগম। অপরদিকে ভারতীয় দালালের নাম নসীমা মন্ডল। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশিরা বাংলাদেশের বাগারহাট, যশোর, এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা।

অপরদিকে ভারতীয় দালাল হাঁসখালি থানার বড় চুপরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের ওই ভারতীয় দালালের বাড়ি থেকে গ্রেফতার হয়েছে। তদন্তে জানা গিয়েছে, এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বই, গুজরাট, বিহার এই সমস্ত রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। এরপর মঙ্গলবার ভারতীয় দালাল মারফত অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৫ বাংলাদেশি সহ ওই ভারতীয় দালালকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?