'অপশন দুই এবং অপশন এক দুটোই কাজে লাগান', বিরোধীদের তুলোধনা করে চাকরিহারাদের বড় বার্তা মমতার

Published : May 27, 2025, 07:43 PM ISTUpdated : May 27, 2025, 07:52 PM IST
MAMATA

সংক্ষিপ্ত

Mamata Banrjee on SSC: চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি বাতিল করেন। চাকরিপ্রার্থীদের কী কী করতে হবে তাও বলেছেন মুখ্যমন্ত্রী।

চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়া 'যোগ্য' শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। ৩১ মে' র মধ্যে চাকরি হারাদের জন্য নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার। ৩০ মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হবে। মঙ্গলবার নবান্ন থেকে চাকরি হারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ হবে। প্যানেল ঘোষণা ১৫ই নভেম্বর হবে ।কাউন্সিলিং শুরু নভেম্বর হবে। ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যদি আদালত চাকরি হারাতে পরীক্ষায় বসতে না বলে তাহলে তারা বসবেন না। মমতা বলেছেন, 'সকলকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, অপশন দুই এবং অপশন এক, দুটোই কাজে লাগান। আপনারা পরীক্ষা দিলেন না, এ দিকে রিভিউ পিটিশন করে বিচার না-পেলে, আপনাদের চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকবে না। কবে আদালত খুলবে জানি না। গরমের ছুটি শেষ হলে রিভিউ পিটিশন নিয়ে আবার তৎপর হব। আমরা সময়েও রেখেছি। আমাদের আইনজীবীরা সাধ্যমতো লড়বেন। বিচার আমার হাতে নেই। বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। মানবিক ভাবে তুলে ধরব, যাতে চাকরি বাতিল না হয়।'

রাজ্য সরকারি ব্যবস্থা গ্রহণ করছে এই কারণে যাতে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকারা চাকরি থেকে বাদ না পড়েন। মুখ্যমন্ত্রী আবেদন করেন সবার কাছে অনুরোধ করব কেউ যেন টিআর পি বাড়াবার জন্য তার মুখের কথাকে বিকৃত না করেন। বয়স পেরিয়ে গেলেও দেওয়া হবে বিশেষ ছাড় । এমনও প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,'যাঁরা চাকরি করেছেন, কিন্তু এখন আবেদন করার বয়স পেরিয়ে গিয়েছে, এ রকম অনেকে রয়েছেন। চাকরিহারাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। তাঁরা যাতে সকলেই পরীক্ষায় বসতে পারেন, বয়সের জন্য যাতে না-আটকায়, সেই ব্যবস্থা হবে। চাকরিহারারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। যাঁরা কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতার জন্য সুবিধা দেওয়া হবে। ' আদালত যাদের টাকা ফেরত দিতে বলেছে, আর চাকরির পরীক্ষা বসতে নিষেধ করেছে তাদের জন্যও বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেছেন, তাঁরা অন্য বিভাগে যোগ দিতে পারেন। কোর্ট বলেছে। শিক্ষা বিভাগে লোক প্রয়োজন। ঘর পরিষ্কার, ঘণ্টা বাজানোর লোক নেই, তালাবন্ধ করার লোক নেই। তিনি বলেন, 'যেমন, অতিরিক্ত গ্রুপ সি, ডি নিচ্ছি। অনেকে শিক্ষা বিভাগে কাজ করছেন, অথচ চাকরি বাতিল হয়েছে, তাঁরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন। আরও তিন চারটি বিভাগে আবেদনের সুযোগ দেব। তবে আলাদা ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। এর সঙ্গে ওটার সম্পর্ক নেই। গ্রুপ সি , গ্রুপ ডির টা আলাদা ভাবে করব। তিন চার-দিন পরে হবে। আগে শিক্ষকদের নিয়োগের বিজ্ঞপ্তি হবে।'

যদি কেউ এই চাকরি আর না করেন তাহলে আর এতদিন তিনি যে পদে চাকরি করেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে একটা শংসাপত্র দেওয়া হবে। কেন কোথাও কাজে সুযোগ পান সেই শংসাপত্র তিনি পাবেন পরবর্তী কাজের জায়গায় যোগ দেওয়ার সময়। ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন চাকরিহারাদের জন্য রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে। বর্তমানে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। কোর্ট খুললে আবেদন করবে রাজ্য সরকার। এদিন তিনি বিরোধীদেরও নিশানা করেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি বাতিল করেনি রাজ্য সরকার। কিছু স্বার্থপর মানুষ চাকরি বাতিল করেছে, তাদের নিজেদের স্বার্থে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য