- Home
- West Bengal
- West Bengal News
- বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ? কেন্দ্র বিজেপির নির্দেশে রাজ্যে সক্রিয় দিলীপ 'লবি'
বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ? কেন্দ্র বিজেপির নির্দেশে রাজ্যে সক্রিয় দিলীপ 'লবি'
- FB
- TW
- Linkdin
দিলীপ ঘোষ
রাজ্য বিজেপির সবথেকে সফল নেতা দিলীপ ঘোষ। তবে লোকসভা নির্বাচনে বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে হারের পরই কিছুটা হলেও কোনঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ।
সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ
লোকসভা নির্বাচনের ফাঁড়া কাটিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতিক সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ। শুধু তিনি নন, বিজেপি সূত্রের খবর, সক্রিয় হচ্ছে দিলীপ ঘোষের নিজস্ব লবিও।
সদস্য সংগ্রহ অভিযান
এবার তেমন জমেনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। আর সেই কারণে এই কর্মসূচিতে দিলীপকে মাঠে নামতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তেমন বলছে বিজেপি সূত্র।
দিলীপের করিশ্মা
বিজেপি সূত্রের খবর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরই সংঘ ঘনিষ্ট দিলীপ সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়েন। পুরনো স্টাইল চায়ে পে চর্চাও শুরু করে। একই সঙ্গে বিজেপির সদস্য সংগ্রহও করেন।
দিলীপ ঘনিষ্ট
রাজ্য বিজেপিতে দিলীপ ঘনিষ্ট হিসেবে পরিচিত সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপের সঙ্গে এবার তারাও সক্রিয় হচ্ছেন বলে গেরুয়া শিবিরের দাবি।
কোনঠাসা দিলীপ
বর্তমান বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর আমলেই রীতিমত কোনঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপিতে প্রাসঙ্গিকতা হারিয়েছিলেন। কিন্তু বিজেপিও সুকান্তর আমলে তেমন সাফল্য পায়নি।
পুরনোদের ফেরাতে চায় বিজেপি
বিজেপি সূত্রের খবর খবর ২০১৯ সালের যেসব নেতার হাতে রাজ্য বিজেপির দায়িত্ব ছিল তাদেরই আবার সক্রিয় করতে চাইছে দিল্লি। আর সেই কারণে কিছু কিছু করে দায়িত্ব দেওয়া হচ্ছে দিলীপ ঘনিষ্ঠদের।
সদস্য সংগ্রহ অভিযান দিয়ে শুরু
উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই সদস্য সংগ্রহ কর্মসূচিতে নামানো হয়েছে মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে। দিলীপও আলিপুরদুয়ার, শিলিগুড়িতে দিয়েছিলেন দলীয় কর্মসূচিতে।
সভাপতি দিলীপ ঘোষ?
বিজেপি সূত্রের খবর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের মতো বিজেপিতে জনপ্রিয় ও কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতাকে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। তবে রাজ্য সভাপতি হয়তো নাও হতে পারে।
নাম রয়েছে দিলীপের
জানুয়ারি থেকেই বুথস্তরে সাংগঠনিক নির্বাচন শুরু হচ্ছে। বুথ, মণ্ডল,জেলা সভাপতি নির্বাচন হবে। ৩১ জানুয়ারির পর রাজ্য সভাপতি নির্বাচন। গেরুয়া শিবির সূত্রের খবর রাজ্য সভাপতির দৌড়ে নাম রয়েছে দিলীপ ঘোষের।