
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি না বলেও বুঝিয়ে দেন তিনি উত্তরবঙ্গ ইস্যুতে বিজেপির ভূমিকায় সন্তুষ্ট নয়। তিনি এদিন একাধিকবার বলেন উত্তরবঙ্গের জন্য তিনি একাধিক পদক্ষেপ করেছেন। এলাকার উন্নয়ন থেকে পর্যটন সবকিছুরই উন্নয়ন হয়েছে তাঁর আমলে। এদিন মমতা আরও বলেন ভোটের আগেই কিছু মানুষ আসেন। তাঁরা উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করতে চান। তবে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না বলেও জানিয়ে দেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'যদি মনে রাখুন দাঙ্গা করে জিতব তাহলে মনে রাখুন ... সব সাগর বারবার গঙ্গাসাগর একবার। আমরা উন্নতি করে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করে তোমরাই দিল্লি চালাবে আর দিল্লিকা লাড্ডু খেয়ে প্রত্যেকটা ইলেকশনের এক বছর আগে দুটো বই দান করে বলবে দিলো কে? আমি আবার কে?' তারপরই মমতা প্রশ্ন করেন, 'তুমি কোন তুমি? আমি তো চিনি ভূমি।' মমতা আরও বলেন, 'বাইরের থেকে লোক নিয়ে এসে এলাকায় এলাকায় নানা রকমভাবে... মনে রাখবেন কোথায় পড়ানোর নাম করে আপনার মাথা খাচচ্ছে। আর আমরা চাই আমার উত্তরবঙ্গ- আমার দঙ্গিণবঙ্গ একসঙ্গে থাকুক। রাজ্যের সকল মানুষ ভাল থাকুক'। তিনি বলেন তিনি চান রাজ্যের মানুষ যেন পেটে খিদে না নিয়ে ঘুমাতে যায়।
মমতা এদিন বলেন তিনি এলাকার উন্নয়নের জন্য তিনি বারবার উত্তরবঙ্গ সফরে আসেন। তিনি বছরে ২০-২৫ বছরের জন্য এই এলাকার উন্নয়নের জন্য তিনি বারবার সেখানে যান। তিনি বলেন 'কিছু কিছু নেতা রয়েছে যারা সর্বদাই বলেছে এটাকে আদালা করে দাও। তারা সারাক্ষণ শুধুভাগের কথা বলেন।' নাম না করেই তিনি নিশানা করেন বিজেপিকে। মমতা বলেন, দুই বঙ্গ একসঙ্গে না থাকলে সমস্যা অনেক হবে। তিনি উত্তরবঙ্গের জন্য যে সব কাজ করেছেন তারও খতিয়ান তুলে ধরেন। এজাতীয় কথায় কান দিতেও নিষেধ করেছেন মমতা।
এদিন মমতা প্রকাশ্যেই বলেন কেন তিনি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করেছেন। তিনি বলেন দিদির দূত রাজ্যের প্রতিটি মানুষের কাছে যাবেন। তারা রাজ্যের মানুষকে রাজ্যের প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। কোনও মানুষের যদি কোথায় সমস্যা হয়, বা রাজ্যের কোনও প্রকল্পের সুবিধে পেতে সমস্যা হয় তাহলে সেই সময় প্রয়োজনীয় কাগজগুলি তারা সংগ্রহ করবে। আর সেই নথি সরাসরি তাঁর কাছে পৌঁছে যাবে। মমতা নিজে সেই সব সমস্যার সমাধান করবেন বলেও জানিয়েদেন। এদিন রাজ্যের সরকারি কর্মীদের ভূয়সী প্রংশা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সরকারি কর্মীরা দুর্দান্ত কাজ করছেন।