দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির, টাকা দেবে এই ক্লাবগুলিকে

Published : Sep 06, 2025, 03:10 PM IST

লক্ষ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোকে হাতিয়ার করতে চায় বিজেপি। 

PREV
15
দুর্গা পুজো নিয়ে সিদ্ধান্ত

লক্ষ্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোকে হাতিয়ার করতে চায় বিজেপি। তাই দুর্গা পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই উদ্যোগে সামিল করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে।

25
অর্থ সাহায্য বিজেপির

রাজ্য সরকারের দুর্গা পুজো অনুদান নিয়ে যে বিজেপি সরব ছিল, কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এবার সেই অনুদানের রাস্তাতেই হাঁটল বিজেপি। সূত্রের খবর জেলার পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে কত টাকা করে অনুদান দিচ্ছে তা স্পষ্ট করে ঘোষণা করেনি।

35
দায়িত্বে মিঠুন চক্রবর্তী

বিজেপি সূত্রের খবর, আর্থিক তছরুপ রুখতে এবার দুর্গা পুজোর অনুদানের দায়িত্ব দেওয়া হয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীতে। বিজেপি সূত্রের খবর ৫ আগেই অনুদানের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু সেই সময় দিল্লি থেকে পাঠান কোটি কোটি টাকা পুজো কমিটি পর্যন্ত পৌঁছায়নি। গায়েব হয়ে গিয়েছিল। এবার তাই দায়িত্ব মিঠুন চক্রবর্তীকে।

45
বিজেপির সিদ্ধান্ত

আর্থিক তছরুপ ঠেকাতে এবার জেলার পুজো কমিটিগুলির সদস্যদের এসে হাতে হাতে টাকা নিয়ে যেতে হবে। জেলার কোনও নেতাদের হাতে টাকা দেওয়া হবে না। তবে জেলার নেতারা ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এসে টাকা নিতে পারেন।

55
ইজেডসিসিতে পুজো

২০২০ সালের মতই এবার ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন করেছে বিজেপি। এবার পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ। সূত্রের খবর তাঁর লেবুতলা পার্কে সজল মিত্রের পুজো উদ্বোধনের কথা রয়েছে। সেই সঙ্গে তিনি ইজেডসিসির পুজো উদ্বোধন করতে পারেন বলেও সূত্রের খবর। রুদ্রনীল ঘোষ জানিয়েছেন এই পুজোর বাজেয় ৩০ লক্ষ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories