Weather Update: সপ্তাহান্তে কি প্রবল বৃষ্টি? টানা দুর্যোগ উত্তরবঙ্গে? রইল দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

Published : Sep 06, 2025, 12:32 PM IST

দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাড়বে তাপমাত্রা এবং গরম। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝরি বৃষ্টি, উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে।

PREV
15

বেশ কিছুদিন ধরে চলছে একঘেঁয়ে ঘ্যানঘ্যানে বৃষ্টি। সেই বৃষ্টির পর অবশেষে মিলেছে বৃষ্টির দেখা। তবে, পুজোয় কি থাকবে এমন আবহাওয়া নাকি ফের শুরু হবে বৃষ্টি? সকলের মনের এই প্রশ্নের উত্তর দিল হাওয়া অফিস। এবার জেনে নিন কেমন থাকবে আবহাওয়া। 

25

সদ্য আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর জেরে বাড়বে গরম। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। 

35

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম ও অস্বস্তিও বাড়বে। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এমন জানা গেল হাওয়া অফিস সূত্রে। 

45

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কমবে শনি ও রবিবার। ফলে, প্যাচপ্যাচে গরমের মধ্যে হলেও বাড়বে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা হলে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।

55

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝরি বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে। ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়।

Read more Photos on
click me!

Recommended Stories