আগামিকাল ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছে। নতুন করে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে।
আগামিকাল ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছে। নতুন করে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে। সেই কারণে সেপ্টেম্বরের দুটি দিন স্থির করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু পরীক্ষার আগেই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যা পরীক্ষার আগেই বুক শুকিয়ে দিচ্ছে চাকরিপ্রার্থীদের।
25
টাকার বিনিময় চাকরি
২০১৬ সালে এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ শাসক দল মোটা টাকার বিনিময় চাকরি বিক্রি করেছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও তাঁর বান্ধবীর খাটের তলা থেকে উদ্ধার হয়েছিল রাশি রাশি টাকা। যার হিসেব দিতে পারেনি পার্থ ও অর্পিতা। শুভেন্দুর কথায় এবারও তেমন দুর্নীতি হচ্ছে।
35
শুভেন্দুর অভিযোগ
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, গতবার চাকরি চুরির পর এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকায় এসএসসির প্রশ্নপত্র বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'OMR এ ফাঁকি দিতে পারবে না এবার। তাই মমতা প্রশ্ন বিক্রি করবে। বসিরহাটে হচ্ছে। আমাদের কাছে অডিও টেপ আছে।'
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন। দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এরজন্য দায়ী শাসক দল। তিনি আরও বলেন, গতবারে সুজয়কৃষ্ণ ভদ্র, জীবনকৃষ্ণরা ছিল। এবার নতুন এজেন্ট নিয়োগ করা হয়েছে।
55
স্কুল সার্ভিস কমিশনের বার্তা
অন্যদিকে স্কুল সার্ভিক কমিশনের বার্তা প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে। স্কুল সার্ভিস কমিশন বলেছে, 'দুটি পরীক্ষার প্রশ্নই সুরক্ষিত রয়েছে। আশঙ্কার কোনও কারণ নেই। ' বিরোধী দলনেতার দাবিতে গুরুত্ব দিতে নারাজ এসএসসি কর্তৃপক্ষ।