BJP: রাজ্যের বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, জানুন টিকিট পেল কারা

বিজেপির ঘোষণা- মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদায় বিনয় কুমার বিশ্বাস, রাণাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আর রায়গঞ্জে প্রার্থী মানস কুমার ঘোষণা।

 

Saborni Mitra | Published : Jun 17, 2024 10:22 AM IST

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে মানিকতলা, রানাঘাট, বাগদা,রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিলে তৃণমূল কংগ্রেস। তারপর বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করে। তারপরে কংগ্রেস। একদম শেষপর্বে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করল।

বিজেপির ঘোষণা- মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদায় বিনয় কুমার বিশ্বাস, রাণাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আর রায়গঞ্জে প্রার্থী মানস কুমার ঘোষণা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। এরা তিন জনই ২০২১ সালের বিধানলভায় বিজেপির প্রতীকে জিতে বিধানসভায় গিয়েছিলেন। পরবর্তীকালে দল বদল করে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তৃণমূল তিন জনকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তারপরই এরা পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে। যার কারণে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি বিধায়ক শূন্য। অন্যদিকে সাধনপাণ্ডের মৃত্যুতে মানিকতলা কেন্দ্রে ফাঁকা হয়ে রয়েছে। বিভিন্ন আইনি জটিলতায় সেখানে নির্বাচন হয়নি। তাই একই সঙ্গে চারটি কেন্দ্রে নির্বাচন হবে। চারটি কেন্দ্রেই বিজেপি প্রার্থী দিয়েছে।

Latest Videos

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ১০ জুলাই চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ২১ জুন। মনোনয়ন প্রত্য়াহারের শেষ দিন ২৬ জুন। ফলাফল প্রকাশিত হবে ১৩ জুলাই। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্য শাসক দলের বাগদায় বিশেষ চমক বাগদায় প্রার্থী মধুপর্ণা ঠাকুর। দুই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস নতুন মুখের ওপর আস্থা রাখতে চেয়েছে। যদিও বাগদার প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সুতপার নাম উঠেছিল। কিন্তু তাতে সিলমহর দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Share this article
click me!

Latest Videos

ঘরে আর ফেরা হল না! উদ্ধার ৮ মৎস্যজীবীর মৃতদেহ! পরিবারের কান্নায় ভাসলো নামখানা | Namkhana News Today
১৩ বছরে হয়নি, ঘাটাল মাষ্টার প্ল্যান আর কবে হবে? জানিয়ে দিলেন মমতার সাংসদ দেব | Dev | Ghatal Flood
আর জি করের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় মিছিল সুকান্তর, স্লোগান তুললেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের | RG Kar
‘RG Kar করে রেখে দেবো’! নার্সকে হুমকি রোগীর পরিবারের, চাঁচল হাসপাতালে আতঙ্কের ছায়া | Malda News
RG Kar কাণ্ডে নয়া মোড়! 'তাড়াতাড়ি কর! না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে!' কে বলেছিল ডাক্তার কে! | R G Kar