BJP: রাজ্যের বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, জানুন টিকিট পেল কারা

Published : Jun 17, 2024, 03:52 PM IST
bjp flag

সংক্ষিপ্ত

বিজেপির ঘোষণা- মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদায় বিনয় কুমার বিশ্বাস, রাণাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আর রায়গঞ্জে প্রার্থী মানস কুমার ঘোষণা। 

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে মানিকতলা, রানাঘাট, বাগদা,রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিলে তৃণমূল কংগ্রেস। তারপর বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করে। তারপরে কংগ্রেস। একদম শেষপর্বে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করল।

বিজেপির ঘোষণা- মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদায় বিনয় কুমার বিশ্বাস, রাণাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আর রায়গঞ্জে প্রার্থী মানস কুমার ঘোষণা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দায়কে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। এরা তিন জনই ২০২১ সালের বিধানলভায় বিজেপির প্রতীকে জিতে বিধানসভায় গিয়েছিলেন। পরবর্তীকালে দল বদল করে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তৃণমূল তিন জনকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তারপরই এরা পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে। যার কারণে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি বিধায়ক শূন্য। অন্যদিকে সাধনপাণ্ডের মৃত্যুতে মানিকতলা কেন্দ্রে ফাঁকা হয়ে রয়েছে। বিভিন্ন আইনি জটিলতায় সেখানে নির্বাচন হয়নি। তাই একই সঙ্গে চারটি কেন্দ্রে নির্বাচন হবে। চারটি কেন্দ্রেই বিজেপি প্রার্থী দিয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ১০ জুলাই চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ২১ জুন। মনোনয়ন প্রত্য়াহারের শেষ দিন ২৬ জুন। ফলাফল প্রকাশিত হবে ১৩ জুলাই। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্য শাসক দলের বাগদায় বিশেষ চমক বাগদায় প্রার্থী মধুপর্ণা ঠাকুর। দুই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস নতুন মুখের ওপর আস্থা রাখতে চেয়েছে। যদিও বাগদার প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সুতপার নাম উঠেছিল। কিন্তু তাতে সিলমহর দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

PREV
click me!

Recommended Stories

কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান