'গরু আমাদের গুঁতোলে কে ক্ষতিপুরণ দেবে?' বিধানসভায় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার

অমর্ত্য সেন থেকে বিএসএফ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন গরু আলিঙ্গন দিবস নিয়েও।

 

বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেন থেকে বিএসএফ- একাধিক ইস্যু নিয়ে গেরুয়া শিবিরের তীব্র সমালোচনা করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা এদিন জেপি নাড্ডার বক্তব্যের বিরোধী করেই এই বার্তা দিয়েছে।

অমর্ত্য সেন প্রসঙ্গঃ

Latest Videos

শান্তিনিকেতনে জমি বিতর্কে নোবেল জয়ী অমর্ত্য সেনকে নিশানা করেছে বিজেপি। বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও তাঁর বিবাদ চলছে। বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একজন নোবেল জয়ীকে অপমান করার জন্য বিজেপি বর্তমানে যথেষ্ট নিচে নেমে গেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দাবি করেছে অমর্ত্য সেনের কাছে ১.৩৮ একর জমি রয়েছে। কিন্তু আইনত তাঁর কাছে থাকার কথা ১.২৫ একর। বিশ্বভারতীয় এই অভিযোগ অস্বীকার করেছেন অমর্ত্য সেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে তাঁর অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে জমি সংক্রান্ত একাধিক নথি তুলে দিয়েছে এসেছিলেন।

রাজ্যের আইন শৃঙ্খলা

জেপি নাড্ডা বাংলায় এসে দুটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। তিনি বলেছিলেন বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। এদিন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ খণ্ডন করে দিয়ে মমতা বলেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই ভাল।

আক্রামণ বিএসএফ ইস্যুতে

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ছড়িয়েছে। সীমান্ত এলাকার নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। কিন্তু কেন্দ্র এই হত্যাকাণ্ডগুলি খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে কিছুতেই রাজি হয় না। কয়েক মাস আগে বিএসএফ-এর এলাকা বাড়ান হয়েছে। কিন্তু যা একেবারেই পছন্দ নয় মমতার। যা নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

গরু আলিঙ্গন দিবস

ভ্যালেন্টাইন ডের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী গরু আলিঙ্গন দিবস হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষ দেখে পরে তা প্রত্যাহার করে নেয়। কিন্তু এই নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, 'গরু আমাদের মারলে কী হবে? তারা (বিজেপি) কি আমাদের ক্ষতিপুরণ দেবে?' জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ

KGF স্টার - কুম্বলে একফ্রেমে প্রধানমন্ত্রীর সঙ্গে, মোদীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন তাঁরা

আদানি ইস্যুতে মোদীকে নিয়ে 'অসংসদীয়' মন্তব্য, রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল লোকসভা

Aero India 2023: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী, কাল উদ্বোধন হবে অ্যারো ইন্ডিয়া ২০২৩

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed