২১ জুলাইয়ের মমতার সভাস্থলেই অমিত শাহের জনসভা? ২৯ নভেম্বর বিজেপির সভা নিয়ে রায় আদালতের

সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। বিচারপতি জানিয়ে দিয়েছেন বিজেপি ধর্মতলার সিইএসসির অফিস ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে পারবে।

 

Saborni Mitra | Published : Nov 20, 2023 11:40 AM IST

তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সভাস্থলেই অমিত শাহকে নিয়ে ৮ মাস আগে সভা করতে চেয়েছিল বিজেপি। ২৯ নভেম্বর সভা করার আবেদন জানিয়েছিল কলকাতা পুলিশের কাছে। কিন্তু আবেদন সাড়া দেয়নি কলকাতা পুলিশ। তারপরই রাজ্য বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিন তাই নিয়েই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। বিচারপতি জানিয়ে দিয়েছেন বিজেপি ধর্মতলার সিইএসসির অফিস ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে পারবে। এখানেই তৃণমূল কংগ্রেসের ২১ জুলায়য়ের সভা হয়। তবে বিজেপির সভার অনুমতি দিতে হবে কলকাতা পুলিশকেই। তিনি আরও বলেছেন, কলকাতা পুলিশের যদি কোনও শর্ত থাকে তাহলে তারা সেটি পরবর্তী শুনানির দিন জানিয়ে দিয়ে পারে আদালতকে।

সোমবার শুনানির সময় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, অনুমোদন বাতিলের দুটি চিঠি দিয়েছে পুলিশ। কিন্তু কোনটিতেই আপত্তির কারণ লেখা নেই। এই ক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্থার বক্তব্য গল 'খুবই বিস্মিত হচ্ছে পুলিশের এমন জবাব দেখে। কলকাতা পুলিশ কী শর্ত দেবে তা ঠিক করুক। কিন্তু সভার অনুমতি দিতেই হবে।' কলকাতা হাইকোর্টের বিচারপতি আরও জানিয়েছেন, কলকাতা পুলিশের আচরণ সন্দেহজনক। কারণ স্বাধীনদেশের মানুষ হিসেবে যেখানে মন চায় সেখানেই আমরা যেতে পারব। সবারই সমানাধিকার থাকা উচিৎ। কোনও কারণ না দেখিয়ে দুবার অনুমতির আবেদন খারিজ করাতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।

ধর্মতলায় বিজেপির সভা আগামী ২৯ নভেম্বর। এই সভায় বিজেপি কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী তথা ভারতীয় রাজনীতিক চানক্য হিসেবে পরিচিত অমিত শাহকে নিয়ে আসতে চায়। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের এই সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ। বিজেপি সূত্রের খবর রাজ্যের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে একাধিক আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। তারই পরিপ্রেক্ষিতে পাল্টা জনসভার উদ্যোগ নিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সেই সভাতেই স্বারাষ্ট্রমন্ত্রীকে আনতে চায় বিজেপি। স্বারাষ্ট্রমন্ত্রীক এই রাজ্যে এনে জনসভার উদ্যোগও নিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। দিল্লিতে গিয়ে এই বিষয়ে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুনঃ

Crime News: পর্ন ছবিতে অভিনয় করতে না চেয়ে আত্মঘাতী মেয়ে, সেই শোকে ৬ মাস পরে আত্মহত্যা করল মা

২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কণ্ঠ মেলাবেন লক্ষ মানুষ

নিয়োগ দুর্নীতি মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে, আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

 

Read more Articles on
Share this article
click me!