Published : Jun 24, 2025, 05:47 PM ISTUpdated : Jun 24, 2025, 05:48 PM IST
দিলীপ ঘোষ রীতিমত ঘুরে দাঁড়াতে মরিয়ে হয়ে চেষ্টা করছেন। তেমনই গুঞ্জন বিজেপির অন্দরে। অনেকেই বলছেন তিনি নাকি নতুন দল তৈরির প্রস্তুতি শুরু করেছেন। যার প্রথমপর্বের বৈঠকই হয়েছে।
রাজ্য বিজেপিতে রীতমত কোনঠাসা বিজেপি নেতা দিলীপ ঘোষ। কিন্তু তিনি এই রাজ্যের সবথেকে সফল বিজেপি নেতা। বর্তমানে রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতেও তিনি ডাক পান না।
212
ঘুরে দাঁড়াতে মরিয়ে
এই অবস্থায় দিলীপ ঘোষ রীতিমত ঘুরে দাঁড়াতে মরিয়ে হয়ে চেষ্টা করছেন। তেমনই গুঞ্জন বিজেপির অন্দরে। অনেকেই বলছেন তিনি নাকি নতুন দল তৈরির প্রস্তুতি শুরু করেছেন। যার প্রথমপর্বের বৈঠকই হয়েছে।
312
৫ জল্পনা
দিলীপ ঘোষের নতুন দল গঠন নিয়ে পাঁচটি জল্পনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন, দিলীপ ঘোষের নতুন পরিকল্পনা সম্পর্কে তাঁরা অবগত। দিলীপ বিজেপি ছেড়ে নতুন দল গঠন করতে পারবেন বলেও জানিয়েছেন।
412
দিলীপ ঘোষকে নিয়ে জল্পনাঃ
এক নজরে দেখুন দিলীপ ঘোষকে নিয়ে নতুন কী কী জল্পনা শোনা যাচ্ছে এক নজরে তাই দেখুন।
512
গুঞ্জন ১
শুক্রবার সল্টলেকে ২৫ জন বিজেপি নেতা-নেত্রীকে নিয়ে দিলীপ ঘোষের নেতৃত্বে একটি গোপন বৈঠক হয়।
612
গুঞ্জন ২
দিলীপ ঘোষ হিন্দুত্ববাদী দল গঠন করার পরিকল্পনা নিয়েছেন। প্রাথমিক পর্যায়ের আলোচনা সারা হয়েছে।
712
গুঞ্জন ৩
দলের নাম হতে পারে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। হিন্দুত্ববাদী সংগঠন হিসেবেই কাজ করবে তাঁর দল।
812
গুঞ্জন ৪
গুঞ্জন ৪
ইতিমধ্যেই কলকাতার একটি অংশে এই দলের নাম লেখা টি-শার্টি বিলি করা হয়েছে।
912
গুঞ্জন ৫
দলের নাম নথিভুক্ত করতে দ্রুত নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়তে চলেছে। গুঞ্জন শুরু হয়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে দিলীপ ঘোষের নতুন দল।
1012
দিলীপ ঘোষ কী বলছেন?
দিলীপ ঘোষ গোটা বিষয়টি অস্বীকার করছেন। তিনি বলছেন নতুন দল গঠন করা নিয়ে কোনও পরিকল্পনা নেই। তিনি আরও বলেছেন, 'আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি। দল গঠন করার দরকারনেই। সত্তর বছর ধরে লড়াই করে আমরা দল দাঁড় করিয়েছি।'
1112
দিলীপের বৈঠক উপস্থিত
সূত্রের খবর দিলীপ ঘোষের বৈঠকে বিজেপিরই ২৫ জন নেতা নেত্রী উপস্থিত ছিলেন, বর্তমানে তাঁরা রীতিমত নিষ্ক্রীয়। তাদের নিয়ে দল গঠনের একটি ব্লুপ্রিন্টও তৈরি হয়েছে। কিন্তু কেউ এই ব্যাপারে মুখ খুলছেন না।
1212
কুণালের কটাক্ষ
এই বিষয়ে রীতিমত কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'দিলীপ ঘোষ নিজের দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। এর সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই'।