Ration Card: রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম, দারুণ খবর রাজ্যবাসীর জন্য

Published : Jun 23, 2025, 05:08 PM IST

Ration Card: রাজ্যবাসীর জন্য সুখবর! রেশন কার্ডে এবার থেকে আরও বেশি চাল ও গম। ১০ জনের বেশি সদস্যের পরিবারগুলোকে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

PREV
110

ফের দারুণ খবর মিলল রাজ্যবাসীর জন্য। এবার রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম।

210

বাংলার সকল মানুষের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন এবার বাংলার পরিবারগুলো রেশনে আরও বেশি খাদ্যশস্য পাবে।

310

৩৫ কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল ও গম বিনা পয়সায় দেওয়া হয়ে থাকে। এই যোজনার অধীনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণির গ্রাহকদের প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল ও গম দেওয়া হবে।

410

আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো এই কার্ড পেয়ে থাকে। তবে, এবার রেশন নিয়ে আরও বড় উদ্যোগ নিল রাজ্যের খাদ্য দপ্তর।

510

১০ সদস্যের বেশি পরিবারগুলোকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হতে চলেছে সরকার।

610

ইতিমধ্যে দুটি প্রস্তাব কার্যকর করা হয়েছ। যার মধ্যে একটি হল ১০ জনের বেশি সদস্য থাকা অন্ত্যোদয় পরিবারগুলো দুটি ভাগে ভাগ করে দিতে হবে।

710

অথবা ১০ সদস্যের পরিবারের কিছু সদস্যকে অন্য কোনও রেশন প্রকল্পের আওতাভুক্ত করা হবে।

810

তবে, আপাতত কিছু চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে।

910

রেশন গ্রাহকের কার্ড সংক্রান্ত ব্যাপারেও নয়া ব্যবস্থা করা হয়েছে। সক্রিয় কার্ড নিয়ে নয়া অপডেট এসেছে প্রকাশ্যে।

1010

সব মিলিয়ে রেশন কার্ডধারীদের জন্য এখন দারুণ খবর। এবার রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম। নির্দিষ্ট কিছু পরিবার পাবে এই সুবিধা।

Read more Photos on
click me!

Recommended Stories