Ration Card: রাজ্যবাসীর জন্য সুখবর! রেশন কার্ডে এবার থেকে আরও বেশি চাল ও গম। ১০ জনের বেশি সদস্যের পরিবারগুলোকে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
ফের দারুণ খবর মিলল রাজ্যবাসীর জন্য। এবার রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম।
210
বাংলার সকল মানুষের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন এবার বাংলার পরিবারগুলো রেশনে আরও বেশি খাদ্যশস্য পাবে।
310
৩৫ কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল ও গম বিনা পয়সায় দেওয়া হয়ে থাকে। এই যোজনার অধীনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণির গ্রাহকদের প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল ও গম দেওয়া হবে।