'সারা জীবন কেউ রাজনীতি করে না!' লোকসভা নির্বাচনে হার নিয়ে একী বললেন দিলীপ ঘোষ

Published : Nov 18, 2025, 05:32 PM IST

২০২৪ সালে লোকসভা নির্বাচনের হার এখনও ভুলতে পারেনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখনও তা নিয়ে তাঁর মনে যথেষ্ট আক্ষেপ রয়েছে। যা নিয়ে বিধানসভা নির্বাচনের আগেও সরব হলেন প্রাক্তন ও রাজ্যের সবথেকে সফল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

PREV
15
হার নিয়ে আপেক্ষ এখনও দিলীপের

২০২৪ সালে লোকসভা নির্বাচনের হার এখনও ভুলতে পারেনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখনও তা নিয়ে তাঁর মনে যথেষ্ট আক্ষেপ রয়েছে। যা নিয়ে বিধানসভা নির্বাচনের আগেও সরব হলেন প্রাক্তন ও রাজ্যের সবথেকে সফল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

25
নিজের এলাকায় সরব দিলীপ

মঙ্গলবার নিজের এলাকা খড়গপুরে দলীয় কার্যালয়ে বসেই পুরনো দিনের কথা তুলে ক্ষোভ, আক্ষেপ উগরে দিলেন দিলীপ ঘোষ। যদিও দিলীপের এই মন্তব্য কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তাঁর দল বিজেপি। কারণ আবারও দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি নিজের ইচ্ছেতে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হননি।

35
দিলীপ বলেন...

দিলীপ ঘোষ বলেন, 'পার্টি (BJP) দুইবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে। একবার আমার ইচ্ছের বিরুদ্ধে টিকিট দিয়েছে। আমি কোনও দিন ভোটে লড়ার জন্য কারো কাছে টিকিট চাইনি। পার্টি বলেছে ইলেকশন লড়তে আমি ভোটে লড়েছি। আবার বললে লড়়ব। আমি সাধারণ কর্মী। যতদিন রাজনীতি করার ইচ্ছে থাকবে করব। সারা জীবন কেউ রাজনীতি করে না।'

45
দুইবার জয়

বিজেপি নেতা দিলীপ ঘোষ ২০১৬ সালে খড়গপুর সদর বিধানসভা ও ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আর ২০২৪ সালে তাঁকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছিল তাঁর দল। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহার কাছে লক্ষাধিক ভোটে হেরেছিলেন।

55
দল নিয়ে অভিমান

দিলীপ হার নিয়ে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন। তবে দলের নির্দিষ্ট কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে তাঁর ইচ্ছের বিরুদ্ধে যে তাঁকে প্রার্থী করা হয়েছে তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন। যা নিয়ে তিনি অভিমানও প্রকাশ করেছেন। আরও একটা নির্বাচন আসন্ন। এখনও সেই হারের অভিমান আর গ্লানি যে মনের মধ্যে রেখে দিয়েছেন তা নিয়ে আক্ষেপ করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories