কমছে না তাপমাত্রার পারদ, তার সঙ্গেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন রবিবারের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার ৩৪ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা। 

ফাল্গুন মাসের শুরু থেকেই হু হু করে তাপমাত্রা বাড়ছে পশ্চিমবঙ্গে, সেই বাড়বাড়ন্ত জারি রয়েছে ফাল্গুনের মধ্যভাগেও। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে, আপাতত তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। তারপর দোল পূর্ণিমার আগে একেবারে চড়চড়িয়ে চড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ। রবিবার কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৫ মার্চ রবিবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দক্ষিণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিন এবং রাত, কোনও তাপমাত্রারই খুব-একটা হেরফের হবে না।

Latest Videos

অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে বেড়ে রয়েছে ৯.৬ সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২৩ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ খুবই সামান্য থাকলেও এই সমস্ত জেলায় বাজ পড়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই বৃষ্টি আগামিকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-

রবিবার কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? চোখ রাখুন আজকের পেট্রোল-দরে
একেক ধরনের মানুষ একেক রঙের মস্তিষ্কে গড়ে ওঠেন, জেনে নিন আপনার পছন্দের রঙের সাথে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য়গুলি
ফাল্গুনের কৃষ্ণা তৃতীয়ায় আসছে বিজেপি, গ্রীষ্মের শুরুতেই গেরুয়া শিবিরের ঠিকানা বদল
উৎসবটি যখন রঙের, তখন অন্দরের সাজেও চলতে পারে বাহার, দেখে নিন দোলের দিনে পরার অন্তর্বাসের সিক্রেট

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari