জনবহুল রাস্তার ওপর আচমকা ট্রেনের ইঞ্জিন উলটে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফলে দার্জিলিঙের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আরও একবার টয়ট্রেন-বিপর্যয়ের মুখে পড়ল উত্তরবঙ্গ। এবার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে একেবারে উলটে গেল জনবহুল রাস্তায়। শনিবার দার্জিলিংয়ের ঘুম স্টেশনে লাইনচ্যুত হয়ে উলটে যায় ডিজেল চালিত টয়ট্রেনের ইঞ্জিনটি। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সূত্রের খবর, ট্রেনটির শুধু ইঞ্জিনই এগোচ্ছিল, ইঞ্জিনের সঙ্গে কোনও কামরা যুক্ত ছিল না। কিছুদিন আগেই লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি স্টিম ইঞ্জিন। শনিবার ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে ইঞ্জিনটি যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে উলটে যায় একেবারে রাস্তার ওপর। পরিস্থিতি মোকাবিলা করতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফলে দার্জিলিঙের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় স্থানীয় পুলিশ। রেল দফতরকে খবর দিলে তিনধরিয়া থেকে রিকভারি ভ্যান পৌঁছে ইঞ্জিনটিকে উদ্ধার করে। সেসময় ইঞ্জিনের ভেতর দুজন চালক ছিলেন। এই ঘটনায় একজন জখম হন। বারবার টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় রেলের পরিকাঠামো নিয়ে সংশয় দেখা দিচ্ছে। এমনকি পর্যটকদের মনেও দেখা দিচ্ছে আতঙ্ক।
এর আগে তিনধারিয়া ও তুংয়ের মাঝের একটি জায়গায় টয়ট্রেনের ইঞ্জিন উলটে গিয়েছিল। জানা গিয়েছে, সেক্ষেত্রে টয়ট্রেনটি সার্ভিসংয়ের জন্য দার্জিলিং থেকে তিনধারিয়া শেডে আনা হচ্ছিল। অন্য একটি স্টিম ইঞ্জিন সেটি টেনে নিয়ে যাচ্ছিল। সেই সময় কার্শিয়াংয়ের গোথালের কাছে ইঞ্জিনটি লাইনচ্যূত হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে তৎক্ষণাৎ নীচের দিকে লাফ দেন চালক। উলটে গিয়ে ইঞ্জিনটি বেশ কিছুক্ষণ পড়ে থাকে। খবর পেয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রেনটিকে সরানোর ব্যবস্থা করে।
আরও পড়ুন-
কমছে না তাপমাত্রার পারদ, তার সঙ্গেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন রবিবারের আবহাওয়ার খবর
রবিবার কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? চোখ রাখুন আজকের পেট্রোল-দরে