বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর নিশানায় শুভেন্দু অধিকারী! গোয়েন্দা সংস্থার দাবী যাতায়াতের পথে চালাতে পারে হামলা

Published : Dec 26, 2024, 10:51 AM IST
Suvendu Adhikari

সংক্ষিপ্ত

বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর হুমকির মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করার জন্য তিনি এই হুমকির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। গো

বাংলাদেশের জঙ্গী-গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করার ফলে শুভেন্দু রয়েছে নিশানায়। ২৬ জানুয়ারি তাঁর উপর হামলার আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রীয় গোয়েস্থা সতর্ক করেছিল রাজ্য-কে। এরপরেই সতর্ক নজর রাখার ব্যবস্থা করা হয়।

হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গীদের নিশানায় রয়েছেন শুভেন্দু। আর এই তথ্য রাজ্যকে ১৬ ডিসেম্বরের মধ্যেই দিয়েছিল গোয়েন্দা সংস্থা। তারা রাজ্যকে জানিয়েছিল ইতিমধ্যেই ৩ জঙ্গী রাজ্যে প্রবেশ করেছে। যারা সব-সময় শুভেন্দু-র উপর কড়া নজরদারি চালাচ্ছে।গোয়েন্দা সংস্থা এমনও জানিয়েছে যে কোনও সমাবেশে যাতায়াতের পথেই রাস্তায় হামলা হতে পারে শুভেন্দুর উপর। এর ফলে জেড ক্যাটাগরির নজরদারিতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রতিটি সময় হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদর ঝড় তুলেছেন জনসমক্ষে। এর জেরেই এই হামলার ছক বলে খবর। এ বিষয়ে এক বিজেপি নেতা বলেন, এই আশঙ্কা আগেই করেছিলেন। কিন্তু এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। তিনি হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ চালিয়ে যাবেন।

 

PREV
click me!

Recommended Stories

পরের সপ্তাহ থেকে ফের শীতের দাপট! আরও নেমে যাবে তাপমাত্রা, কতদিন থাকবে বিপর্যয়?
Dhupguri News: ধূপগুড়িতে শাসকের দাদাগিরি! কলেজের অনুষ্ঠানে বাউন্সার নিয়ে হাজির তৃণমূল নেতা