Viral Video: আকাশ থেকে টাকার বৃষ্টি! রহস্যে মোড়া মালদহের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে, তদন্তে পুলিশ

মালদহের হবিবপুরে আকাশ থেকে টাকা ঝরে পড়ার ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিভিন্ন মূল্যের কয়েন ও নোট পেয়েছে, যার উৎস অজানা। পুলিশ তদন্ত শুরু করেছে।

এমন ঘটনা কেবলমাত্র স্বপ্নে বা গল্পেই সম্ভব। টাকার বৃষ্টি বলে আদৌ কি কিছু হয়! এই ঘটনা সরাসরি চাক্ষুস করছে বাংলার মানুষরাই। আকাশ থেকে ঝড়ে পড়ছে বিভিন্ন সব টাকার কয়েন, এমনই ভাইরাল ভিডিও কাঁপাচ্ছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম।মালদহের হবিবপুর থানার ইহো এলাকার চাতিয়াগাছির গোটা ব্লক এখন সমাজ মাধ্যমে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবী আকাশ থেকে ২০০ থেকে ৫০ টাকা ৫ টাকা ২ টাকা পড়ছে। এই নিয়ে এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। এলাকায় অনেকেই টাকা পেয়েছে। কিন্তু তারা এটা বলতে পারেননি কোথা থেকে এত টাকা আকাশ থেকে বৃষ্টির মতো ঝড়ে পড়ছে। কে ফেলছে কেন ফেলছে তারা জানেন না। কিন্তু এমন টাকার বৃষ্টি দেখে তারা খুবই আনন্দিত। 

Latest Videos

এই ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেন। তবে একাংশের মত সন্ধ্যার পর বাড়ির ছাদ থেকে কেউ এই টাকা ছাদ থেকে ছুড়ে মারছে। এর মধ্যে একটি ছোট ছেলে ২০০ টাকার নোট পাওয়ার পর থেকেই আরও উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। প্রশাসনের তরফ থেকে খবর দেওয়া হয়েছে বিজ্ঞান মঞ্চকেও যাতে এই ধরনের ভুয়ো বিষয়ে মানুষ বিশ্বাস না করে। কে বা কারা করল এমন কাজ বাকিটা জানা যাবে পুলিশি তদন্তের পরেই। দেখুন সেই ভিডিও-

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata