এমন ঘটনা কেবলমাত্র স্বপ্নে বা গল্পেই সম্ভব। টাকার বৃষ্টি বলে আদৌ কি কিছু হয়! এই ঘটনা সরাসরি চাক্ষুস করছে বাংলার মানুষরাই। আকাশ থেকে ঝড়ে পড়ছে বিভিন্ন সব টাকার কয়েন, এমনই ভাইরাল ভিডিও কাঁপাচ্ছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম।মালদহের হবিবপুর থানার ইহো এলাকার চাতিয়াগাছির গোটা ব্লক এখন সমাজ মাধ্যমে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবী আকাশ থেকে ২০০ থেকে ৫০ টাকা ৫ টাকা ২ টাকা পড়ছে। এই নিয়ে এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। এলাকায় অনেকেই টাকা পেয়েছে। কিন্তু তারা এটা বলতে পারেননি কোথা থেকে এত টাকা আকাশ থেকে বৃষ্টির মতো ঝড়ে পড়ছে। কে ফেলছে কেন ফেলছে তারা জানেন না। কিন্তু এমন টাকার বৃষ্টি দেখে তারা খুবই আনন্দিত।
এই ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেন। তবে একাংশের মত সন্ধ্যার পর বাড়ির ছাদ থেকে কেউ এই টাকা ছাদ থেকে ছুড়ে মারছে। এর মধ্যে একটি ছোট ছেলে ২০০ টাকার নোট পাওয়ার পর থেকেই আরও উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। প্রশাসনের তরফ থেকে খবর দেওয়া হয়েছে বিজ্ঞান মঞ্চকেও যাতে এই ধরনের ভুয়ো বিষয়ে মানুষ বিশ্বাস না করে। কে বা কারা করল এমন কাজ বাকিটা জানা যাবে পুলিশি তদন্তের পরেই। দেখুন সেই ভিডিও-