আর এই আবহের মধ্যেই, গত ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত, মন্দিরতলার বাস স্ট্যান্ডে ধর্না অবস্থানে বসেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।
রাজ্য সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে বড় আপডেট। এআইসিপিআই অনুযায়ী ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা এবং তাদের সংগঠন সংগামী যৌথ মঞ্চ।
আর এই আবহের মধ্যেই, গত ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত, মন্দিরতলার বাস স্ট্যান্ডে ধর্না অবস্থানে বসেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। এবার সেই অবস্থান মঞ্চে এসে অরাজনৈতিকভাবে ডিএ আন্দোলনের পাশে থাকার পরিষ্কার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নাস্থল থেকে নন্দীগ্রামের বিধায়ক গতকাল জানান, “সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক একটি সংগঠন। তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং আক্রান্ত। তাই যতগুলি কর্মসূচিতে আমাকে ডাকা হয়েছে, আমি কোনওরকম রাজনৈতিক উদ্দেশ্য এবং ভোটের বাইরে এসে তাদের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি।”
তারপর রাজ্য সরকারকে তোপ দেগে বিজেপি নেতা বলেন, “পুজোয় চাঁদা দিচ্ছেন ৮০ হাজার টাকা করে। ইমাম-মোয়াজ্জেমদের দিয়েছেন, এখন আবার পুরোহিতদের দেবেন বলছেন। বিধানসভা ভোট কঠিন হলে দেখা যাবে যে, লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা করে দিচ্ছেন। কিন্তু তিনি কেন্দ্রীয় হারে ডিএ এবং চাকরি দেবেন না।”
প্রসঙ্গত, বর্তমানে ১৪% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩%। ঠিক এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক আরও অনেকটা বেড়েছে। আর এই আবহেই ডিএ আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৯ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। যদিও রাজ্যের তৃণমূল সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।