'রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত! পরিবারের লোক অবৈধ সম্পত্তি করেছে', বিস্ফোরক শুভেন্দু

Published : Sep 18, 2025, 08:57 AM IST
suvendu adhikari

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News:  দুর্নীতি ইস্যুতে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Suvendu Adhikari News: দুর্নীতি ইস্যুতে ফের রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ খুললেন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ধৃত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি নিয়ে। শুভেন্দু বলেন, ‘’চন্দ্রনাথ সিনহা চাকরি বেচেছেন, টাকা কালেকশন করেছেন। পরিবারের নামে অবৈধ সম্পত্তি করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, পরিবারের লোক অবৈধ সম্পত্তি করেছে। চার্জশিট হয়েছে এবার তাকে প্রমাণ করতে হবে। অনুব্রত মণ্ডল দুবছর জেল কেটেছে আরও চার বছর জেল খাটবে।''

শুধু তাই নয়, আসন্ন উৎসবের মরশুমে কেন্দ্রীয় নেতাদের বঙ্গে দুর্গা পুজোর উদ্বোধনে আসা নিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, ‘’আসন্ন দুর্গাপুজোয় উদ্বোধনে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ> এবং বিজেপির সর্বভারতীয় ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সভাপতি জেপি নাড্ডা ও আমরা যারা আছি তাদের প্রত্যেককেই চাইছে পশ্চিমবঙ্গের অনেক পুজো কমিটি। পুজোয় তাদের উদ্বোধনে।'' 

 শুভেন্দু অধিকারী আর কী বললেন? 

‘’শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে পদ্মফুল ফোটাতে চাইছেন আর ছয় মাস বাকি এই রাজ্যে ভোটের যতই বাইশটা চব্বিশটা রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকুন না প্রত্যেক রাষ্ট্রনেতাই চাইছে ৩ থেকে যদি ৭৭ হয় ৭৭ থেকে ১৭৭ কেন হবে না, ভোট পারছেন ৩ থেকে ৩৯ যদি হয় ৪০ থেকে ৪৪% কেন হবে না কোন শক্তি আটকাতে পারবেনা মমতা ব্যানার্জি কে ২০২৬-এ যেতেই হবে। কোন শক্তি নেই উনাকে রক্ষা করার।''

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘’পশ্চিমবঙ্গে একটা প্যান্টকে ৩ বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কোটিতে ছাড়িয়ে যাবে। রাজ্যে ২.১৫কোটি বেকার যুবক।  ৯ বছর পর এসএসসি পরীক্ষা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রাজ্যের মানুষ তাই পরিবর্তন চাই। সেটা বিজেপির হাত ধরেই হবে মানুষ ও সেটা চায়। বিজেপি রাজ্যগুলিতে যে ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারি থাকে, নরেন্দ্র মোদীর হাতে। নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা সততা নিয়ে বিরোধীরা এখন পর্যন্ত আঙুল তুলতে পারেনি।''

যাদবপুর ইস্যুতে সরব শুভেন্দু

‘’যাদবপুরের ঘটনা চাপা পড়ে যাবে। কিছুদিন হইচই হবে। তারপর, রানাঘাটের ছেলেটার কি অবস্থা হয়েছিল গরিব পরিবারের ছেলে। তার বাবা সমবায় সংস্থার ম্যানেজার। এখনও সেই বিচার হলো না। শুধুমাত্র পড়তে আসার জন্য র‍্যাগিং করে মেরে দিয়েছিল, যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হলে বিজেপিকে আনতে হবে। প্রচন্ড আবর্জনা হয়েছে সেই আবর্জনা বিষাক্ত সেটাকে সাফ করতে হবে। একমাত্র পারে বিজেপি।'' 

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট