'বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া রাখব না!' বিজেপি সাংসদের মন্তব্যে শুরু নতুন বিতর্ক

Published : Nov 01, 2025, 08:59 AM IST
BJP MP Jagannath Sarkar makes big promise about Bangladesh

সংক্ষিপ্ত

রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, এবার যদি তাঁরা জেতেন তাহলে আবারও অখণ্ড বাংলাদেশ হবে। অর্থাৎ দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া আর থাকবে না। 

২০২৬-এর বিধানসভা ভোটের বাদ্যি এখনও পুরোপুরি বাজেনি। কিন্তু এরই মধ্যেই রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে লড়াই শুরু হয়েছে। যার মূল হাতিয়ার ভোটার তালিকার নিবিড় সংশোধন। যা নিয়ে ইতিমধ্যেই বাকযুদ্ধ শুরু হয়েছে দুই দলের নেতাদের মধ্যে। এই পরিস্থিতিতে বিজেপির সাংসদের প্রতিশ্রুতি নিয়ে শুরু হল নতুন বিতর্ক। রাণাঘাটের বিজেপি সাংসদ বললেন তাঁরা জিতলে তৈরি হবে অখণ্ড বাংলাদেশ।

বিজেপি সাংসদের মন্তব্য

রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, এবার যদি তাঁরা জেতেন তাহলে আবারও অখণ্ড বাংলাদেশ হবে। অর্থাৎ দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া আর থাকবে না। তিনি বলেছেন,'আমরা কথা দিচ্ছি একবার যদি আমরা জিতি বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আর রাখব না। এক ছিল, আগামী দিনে এক হয়ে যাবে। ঠিক তেমনই যদি তৃণমূল কংগ্রেস জেতে, সেক্ষেত্রে বেড়া থাকবে না। কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে।' তবে বিজেপি সাংসদের এই মন্তব্যে রীতিমত অস্বস্তি বাড়িয়েছে দলের। দলেরই একাংশের মনে ভোটের আগে এমন বেফাঁস মন্তব্য তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দেওয়ার সামিল। অন্যদিকে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের পাল্টা সওয়াল

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, 'কবে বাংলাদেশ থেকে এসেছেন? কীভাবে এসেছেন? সেটা না হয় ছেড়েই দিলাম। কিন্তু ভারত-বাংলাদেশ বর্ডারটাকেই তুলে দিতে চাইছেন! কাঁটাতারের দরকার নেই! অন্যদিকে জবাব দেবেন না, কী করে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে। ' তিনি বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে জগন্নাথ সরকার-সহ সব বিজেপি নেতাদেরও সাধারণ মানুষের কাছে কৈফয়ত দিতে হবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি
SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট