১৮ ঘণ্টার বেশি থানায় ধর্না বিজেপি সাংসদের, পুলিশকে তুলোধনা খগেনের

Published : Sep 06, 2025, 10:43 AM IST
BJP MP Khagen Murmur holds dharna protest at Chanchol police station

সংক্ষিপ্ত

কাল দুপুর ২টো থেকে ধর্না অবস্থানে বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রাত শেষ হয়ে এখনও অব্যাহত রয়েছে সেই ধর্না অবস্থান। 

কাল দুপুর ২টো থেকে ধর্না অবস্থানে বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। রাত শেষ হয়ে এখনও অব্যাহত রয়েছে সেই ধর্না অবস্থান। মালদার চাঁচোল থানার সামনে রাতভর ধর্নায় বিজেপি সাংসদের সঙ্গে ছিলেন স্থানীয় নেতা ও কর্মীরা। বিজেপি সাংসদ খগেন মুর্মু চাঁচোল থানার পুলিশ, বিশেষ করে আইসির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তিনি দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানায় এসেছিলেন। কিন্তু আইসি পূর্ণেন্দু কুণ্ডু তাঁর সঙ্গে দেখা না করায় রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। জানিয়েছেন আইসি তাঁর সঙ্গে দেখা না করা পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন।

শুক্রবার বিকেল

শুক্রবার দুপুরে থানায় এসেছিলেন দলীয় নেতা গ্রেফতারের প্রতিবাদ জানাতে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও কর্মীরা। কিন্তু আইসি তাঁর সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। এরপর শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে চাঁচল থানায় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাড়ে চারঘন্টা অতিক্রম হলেও অবস্থান উঠেনি। রাত যত বাড়ছে আন্দোলনের আচ ততটাই বাড়ছে। মাইক ভাড়া করে পুলিশের বিরুদ্ধে চলছে শ্লোগান। তির ধনুক উচিয়ে অবস্থান চলছেই। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর,রতুয়া,মালতীপুর ও হবিবপুর সহ বিভিন্ন ব্লক থেকে বিজেপি সমর্থকেরা কর্মসূচিতে যোগ দিতে আসছে বলে বিজেপি সূত্রের খবর। সাংসদের ঘোষণা,আইসি না আসরে রাতভর আন্দোলন চলবে। আইসিকে আসতেই হবে। তিনি আরও বলেন,'আমার ফোন কাটা,এই অপমানের আন্দোলন চলবে। নিরীহ মানুষদের অন্যায় ভাবে জেলে ভরা হয়েছে। রাত পনে নটা নাগাদ আন্দোলন চলাকালীন থানার আলো নিভিয়ে দেওয়া হয়।'

 

রাতভর ধর্না অবস্থান বিজেপির

মালদহের চাঁচল থানায় রাত ভোর ধরনা বিক্ষোভ হলেও বিজেপি সাংসদ খগেন মুর্মুর। প্রায় ১৭ ঘণ্টা অতিক্রান্ত হলেও থানার আইসি দেখা না করায় তীব্র ক্ষোভ প্রকাশ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আইসি সামনে এসে সাংসদের সঙ্গে কথা না বলছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে।

শনিবার সকাল

মালদহের চাঁচল থানায় রাত ভোর ধরনা বিক্ষোভ চলছে উত্তর মালদহ বিজেপি সাংসদ খগেন মুর্মুর। প্রায় ১৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও থানার আইসি দেখা না করায় তীব্র ক্ষোভ প্রকাশ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আইসি সামনে এসে সাংসদের সঙ্গে কথা না বলছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে। গভীররাতে বিজেপি সদস্য প্রিয়াঙ্কা হালদার সাংসদের ধর্নাতে এসে ক্ষোভ প্রকাশ করেন।

খগেন মুর্মুর মন্তব্য

উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেছেন, পুলিশের নূন্যতম সৌজন্য বোধ নেই। একজন জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে পারছেন না আইসি পূর্ণেন্দু কুণ্ডু। আইসি অহংকারী। তৃণমূলের দলদাশে পরিণত হয়েছে। তিনি বলেন, তৃণমূলের যে কর্মীদের বিজেপির ওপর চড়়াও হয়েছিল তাদের গ্রেফতার করা হয়। উল্টে যারা আক্রান্ত তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মা ও বোন, পরিবারের সদস্যরা রাতভর থানার বাইরে ধর্না দিচ্ছিল। কিন্তু পুলিশ একবারও এসে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি। আইসি না আসা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলেও জানিয়েছেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?