Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারকে বিরাট টেক্কা, নয়া স্কিমে মাসে মিলবে ৩ হাজার, কবে মিলবে ভাতা?

Published : Jun 12, 2025, 10:00 AM IST

পশ্চিমবঙ্গে মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর, বিজেপিও রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে। এই প্রকল্প ২০২৬ সালের নির্বাচনের প্রাক্কালে বিজেপির এক গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে। 

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ কল্যান মূলক প্রকল্প চালু করেছে সরকার। দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য।

210

এই সকল প্রকল্পের তালিকায় আছে কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্য়ে সব থেকে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার।

310

মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে এমন প্রকল্প। এবার এই মমতার দেখানো পথে হাঁটল বিজেপি।

410

লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার। ২০২৬ সালের ভোটের মুখে এমনই সিদ্ধান্ত নিল বিজেপি।

510

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের দেবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপির হয়ে এই কথা জানাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুনদার।

610

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব।

710

তেমনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারীও বলেন, এই ভাতা দেওয়া হবে মহিলাদের। তবে, এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না।

810

এদিকে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৫০০ টাকা করে পেয়ে থাকে।

910

শোনা যাচ্ছে, এবার বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারও। সাধারণ শ্রেণির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পেতে পারেন।

1010

এখন দেখার সত্যিই ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পায় কি না। তেমনই যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই অন্নপূর্ণ ভাণ্ডার চালু করে কি না। 

Read more Photos on
click me!

Recommended Stories