একদিকে চাঁদিফাটা রোদ, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। উত্তর ওড়িশার ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে।
210
ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু
১৫ দিন পর আবার সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখার সক্রিয় হবে ১৪ জুন বার্তা দিয়েছে মৌসম ভবন। ১৬ জুন এর আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
310
বঙ্গে কবে নামবে বৃষ্টি?
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝা[ড়গ্রাম জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
510
আরও কমবে তাপমাত্রা
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাতে।
610
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।
710
ভারী বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
810
কবে থেকে বাড়বে বৃৃষ্টির পরিমাণ?
রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রবিবারের মধ্যে।
910
গরমে বাড়বে অস্বস্তিি
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ থেকে ৪ দিন গরম ও অস্বস্তি চরমে থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।
1010
বাংলায় বর্ষার অনুকূল পরিবেশ
১২ জুনের পর দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এবং ১৫ থেকে ১৭ জুনের মধ্যে বর্ষা ঢুকে যাবে বাংলায়।