রাজ্যে বাড়ছে গরম ও করোনা, ছাত্রদের স্বাস্থ্য ঝুঁকির মুখে। অভিভাবকেরা বারে বারে স্কুল বন্ধের দাবি করেছেন। এদিকে বিভিন্ন রাজ্য যেমন রাজস্থান, হরিয়ানা ও পঞ্জাবে ছুটি বেড়েছে। তবে কি এবার বাংলাতেও ফের গরমের কারণে বন্ধ হবে স্কুল?
রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ ৪৫ ছুঁই ছুঁই। আর এই আবহে স্কুল যেতে নানান সমস্যায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। তেমনই বাড়ছে করোনা।
211
বাংলায় ২ জুন থেকে খুলেছে স্কুল। স্কুল খোলার পর থেকে যেন আরও বেড়েছে গরমের পারদ। তীব্র দাবদাহে ক্লাসরুমের ভিতর দাঁড়িয়ে থাকা কার্যত চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে।
311
তেমনই রাজ্য প্রতি নিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গরম ও করোনা সংক্রমণ উভয় মিলিয়ে বাচ্চাদের স্বাস্থ্য এখন ঝুঁকির মুখে।
এই পরিস্থিতিতে অভিভাবকেরা বারে বারে দাবি করেছেন স্কুল বন্ধ করার কথা। তেমনই কোথাও কোথাও দাবি উঠেছে মর্নিং স্কুলের।
511
এদিকে গরমের কারণে অন্যান্য রাজ্য যেমন রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানায় বেড়েছে গরমের ছুটি। এবার কি সিদ্ধান্ত নিল মমতা সরকার?
611
জেলার প্রাথমিক শিক্ষা সংসদ মর্নিং স্কুল চালু করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু, নবান্ন থেকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়।
711
তেমনই স্কুল বন্ধ করা নিয়ে আপাতত নবান্নের তরফ থেকে কোনও সিদ্ধান্ত আসেনি। শোনা যাচ্ছে চলছে আলোচনা।
811
অনেকেই মনে করছেন, হয়তো শীঘ্রই ফের বাড়ানো হবে ছুটি। তেমনই আবার ছুটি না বাড়ানো প্রসঙ্গে সামনে এসেছে তিনটি বিষয়।
911
গত কয়েক বছর করোনা, গরম ও বৃষ্টি তিন কারণে স্কুল বন্ধ ছিল। তাতে সিলেবার শেষ করা যায়নি সে সময়।
1011
দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার চালু হয়েছে। ফলে ছুটি বাড়লে সিলেবাস শেষ করানোর চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে শিক্ষকদের জন্য।
1111
তেমনই রাজ্যের স্কুলে শিক্ষকের ঘাটতি আছে। এসএসসি নিয়োগে দুর্নীতির কারণে অনেকে চাকরি হারান। ফলে ছুটি বাড়লে কম শিক্ষক নিয়ে স্কুল চালানো ও সঠিক ভাবে পড়াশোনা চালানো কঠিন হবে।