দলের মধ্যে কি কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী? বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে ঘনাচ্ছে রহস্য

তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধান জামাল সিদ্দিক। সংবাদ মাধ্যম এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপিতে নতুন এসেছেন শুভেন্দু অধিকারী। সব কা সাথ সবকা বিকাশ বিজেপির আত্মা বলেও মন্তব্য করেছেন তিনি।

Parna Sengupta | Published : Jul 21, 2024 4:45 AM IST

সম্প্রতি শুভেন্দু অধিকারী দলের কর্মীদের উদ্দেশে বলেছিলেন, সবকা সাথ, সব কা বিকাশের আর দরকার নেই। বিজেপির সঙ্গে যাঁরা আছেন, তাঁদের নিয়ে কাজ করতে হবে। সংখ্যালঘু ফ্রন্টের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। এব্যাপারে বিজেপির তরফে বলা হয়েছিল, এই মন্তব্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত।

এই প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রধান জামাল সিদ্দিক। সংবাদ মাধ্যম এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপিতে নতুন এসেছেন শুভেন্দু অধিকারী। সব কা সাথ সবকা বিকাশ বিজেপির আত্মা বলেও মন্তব্য করেছেন তিনি।

Latest Videos

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিক বলেছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন। মাত্র কয়েকবছর তিনি দলে এসেছেন। সম্ভবত, তৃণমূলের রাজনীতির প্রভাব এখনও তাঁর ওপরে রয়ে গিয়েছে। সিদ্দিক আরও বলেছেন, তিনি (শুভেন্দু) বিজেপিকে চিনতে পেরে বুঝতে পারবেন, বিজেপি অন্য ভাবে কাজ করে।

বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিক বলেছেন, তিনি মনে করেন শুভেন্দু অধিকারীর মন্তব্য আবেগ থেকে। তিনি দুঃখপ্রকাশ করায় তাঁর মনে হয়েছে বিষয়টি সেখানেই শেষ। কারণ ওটি দলের আদর্শ নয়। শুভেন্দু অধিকারী যা বলেছেন, তা তাঁর আদর্শ হতে পারে। সংখ্যালঘু মোর্চাকে বন্ধ করার অধিকার শুভেন্দু অধিকারীর নেই। তিনি (শুভেন্দু) যখন বিজেপির মূল মন্ত্র পড়বেন, তখন তিনি অনুভব করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট।

বিজেপিতেই কোণঠাসা শুভেন্দু?

শুভেন্দু অধিকারীর মন্তব্যে সরাসরি প্রধানমন্ত্রীর স্লোগান নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। এব্যাপারে সাক্ষাৎকারে জামাল সিদ্দিক বলেছেন, বিজেপির আত্মা হল, সবার সমর্থন, সবার উন্নয়ন, সবার আস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শাসনকালে এই নীতি ওপর থেকে নিচ পর্যন্ত পর্যন্ত প্রয়োগ করেছেন। তিনি আরও বলেছেন, বিজেপি ক্ষমতা লাভের জন্য নয়, সেরা জন্য তৈরি হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সবসময় বলেছেন, ভোটের রাজনীতি কেবল নির্বাচন পর্যন্ত চলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
বাজি পোড়াতে গিয়ে হলো বিপত্তি! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো Uluberia | Howrah News Today
'এদের সঙ্গে জানোয়ারের তুলনা জানোয়ারের অপমান' ফালাকাটার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A