‘পুলিশি চালানের মাধ্যমে কোষাগারে রাজস্ব তুলছে রাজ্য সরকার’, টুইটারে সোচ্চার শুভেন্দু অধিকারী

হেলমেট না পরা এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ফাইন ৬ হাজার টাকা! টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী চলনেতা।

রাজ্য সরকারের ভাঁড়ার শূন্য হওয়া নিয়ে ছট পুজোর উদ্বোধনে এসে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, ‘রাজ্য সরকারি কর্মীদের জানুয়ারি মাস থেকে মাইনেই দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার।’ এবার সেই বিতর্ক আরও একটু উসকে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পুলিশি চালানের ছবি প্রকাশ করলেন বিজেপি নেতা।

শুভেন্দুর প্রকাশ করা চালানের ছবিটিতে দেখা যাচ্ছে, ১২৯/১৯৪ (ডি) ধারায় হেলমেট না পরার কারণে ১ হাজার টাকা এবং ১৮৪ এমভিএ ধারায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ৫ হাজার টাকা, অর্থাৎ, আরোহীর কাছ থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা কেটেছেন পশ্চিম মেদিনীপুরের একজন পুলিশ আধিকারিক। চালানে উল্লিখিত রয়েছে যে, উক্ত পুলিশ আধিকারিক খড়গপুর টাউন থানার সাব ইন্সপেক্টর তপন সিংহ মহাপাত্র। চালানের নিচে তিনি সইও করেছেন বলে দেখা গেছে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ছবিতে।

Latest Videos

এই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনে নন্দীগ্রামের বিধায়কের দাবি, ‘দেউলিয়া হয়ে যাওয়া অর্থশূন্য সরকার এখন মরিয়া হয়ে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে। ট্রাফিক পুলিশ বিভাগকে মিথ্যা চালান তৈরি করে রাজ্যের কোষাগারে বিপুল পরিমাণে রাজস্ব বৃদ্ধি করার দায়িত্ব দেওয়া হয়েছে।’ এর সঙ্গে তিনি এও লেখেন, “হেলমেট না পরাকে আমি সমর্থন করি না। কিন্তু, সেটার জন্য ৬ হাজার টাকা জরিমানা কাটাটা অত্যন্ত অন্যায়।”

 


 

পশ্চিমবঙ্গ সরকারের সমর্থন ছেড়ে রাজ্য পুলিশকে বেরিয়ে আসার জন্য ওই একই টুইটে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা লিখেছেন, “আমি বরং ট্রাফিক পুলিশ বিভাগকে পরামর্শ দেব যে, এই ধরনের মানহানিকর বিষয়ের সাথে জড়িত না হওয়ার জন্য। কারণ, এটা পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়ে তুলবে।” এর সঙ্গে ফের তিনি বঙ্গ প্রশাসনের আর্থিক অনটনের প্রসঙ্গ টেনে এনে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার এমন আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে যে, এরপর সরকারকে জামিন দিতে হবে এবং সেই সুযোগ ট্রাফিক পুলিশ বিভাগের নাগালের বাইরে।”

বলাবাহুল্য, শুভেন্দু অধিকারীর এই সংক্রান্ত বক্তব্যে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়ে গিয়েছে। গেরুয়া শিবিরের সমর্থকদের বক্তব্য, ‘রাজ্যে শিল্প নেই বলেই এই উপায়ে রাজস্ব আদায়ের চেষ্টা করা হচ্ছে।’

 

আরও পড়ুন-
ব্যাগ থেকে টাকা ‘চুরি’-র দোষারোপ, খাস কলকাতায় বীরভূমের যুবককে মারতে মারতে মেরেই ফেলল ৬ আততায়ী
গাছ থেকে পড়ে যাওয়া পেয়ারা ‘চুরি’-র অপরাধ, উত্তর প্রদেশে প্রতিবেশীদের প্রচণ্ড মারে প্রাণ খোয়াতে হল দলিত তরুণকে
চলন্ত ট্রেনে উঠে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে একের পর এক কোপ, শিয়ালদহ লাইনে আতঙ্কে যাত্রীরা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury