অখিল গিরির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপির আদিবাসী বিধায়করা

Published : Nov 13, 2022, 12:47 AM IST
AKHIL GIRI

সংক্ষিপ্ত

'আমরা বিরোধী দলনেতার কাছে আবেদন জানাব, যাতে আগামী বিধানসভার শীতকালীন অধিবেশনে অখিল গিরির বিরুদ্ধে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের তরফে নিন্দা প্রস্তাব আনা হয়।'

কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের জেরে অস্বস্তিতে দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাঁর কুরুচিকর মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে বিধায়কের সমালোচনা করেছে খোদ তৃণমূল কংগ্রেসও। এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে অখিল গিরির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চান বিজেপির আদিবাসী বিধায়করা। হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলেছেন,'আমরা আদিবাসী সম্প্রদায়ের। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের হলেও, আমাদের সম্মান রয়েছে। সেই আদিবাসী সম্প্রদায়ের রমণী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই।' তিনি আরও বলেন,'আমরা বিরোধী দলনেতার কাছে আবেদন জানাব, যাতে আগামী বিধানসভার শীতকালীন অধিবেশনে অখিল গিরির বিরুদ্ধে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের তরফে নিন্দা প্রস্তাব আনা হয়।'

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জেরে আরও চাপে তৃণমূল বিধায়ক অখিল গিরি। এবার দলীয় নেতার বিরোধীতায় সরব হল খোদ তৃণমূল কংগ্রেস। বিধায়কের মন্তব্যের তীব্র সমালোচনা করে তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্টও শেয়ার করা হয়। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য যে কোনও ভাবেই সমর্থন যোগ্য নয় এবং দল তাঁর এই আচরণের তীব্র নিন্দা করছে বলে স্পষ্ট জানানো হয়েছে পোস্টটিতে।

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের অবস্থান মঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জেরে ঘরে বাইরে চাপে তৃণমূল বিধায়ক। বিরোধী দলের পাশাপাশি নিন্দায় সরব হয়েছে খোদ তৃণমূলের একাংশ। শনিবার বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে। টুইটে বলা হয়েছে,'ভারতের মাননীয় রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু আমাদের পরম শ্রদ্ধেয়। আমাদের দলের বিধায়ক অখিল গিরির দুর্ভাগ্যজনক মন্তব্যের তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করছে এবং এই ধরণের আচরণ কোনওভাবেই মার্জনীয় নয়। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয়।

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির