বিজেপি সূত্রের খবর জনবহুল এলাকা বেছে বেছে শিবিরের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই থাকবে ছাপানো পোস্টকার্ড। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম থাকবে না। পরিবর্তে শুধু থাকবে 'মাননীয়া'। পশ্চিমবঙ্গের যুবসমাজ চাকরি, নতুন শিল্প, বিনিয়োগ ইত্যাদি চাইলেও গত ১৫ বছর ধরে এ রাজ্যের সরকার সে সব আনতে পারেনি। দু’টি স্তবকের চিঠিতে শেষ দুই বাক্যে লেখা হয়েছে, ‘সরকারে থেকে ছাত্র-যুবদের ভবিষ্যৎ ধ্বংস করার কোনও অধিকার আপনার নেই। অবিলম্বে পদত্যাগ করুন।