রাজীব কুমারের উত্তরসুরী কে? পশ্চিমবঙ্গের পরবর্তী DGP নিয়ে জল্পনায় ৩টি নাম

Published : Jan 27, 2026, 05:04 PM IST

WB DGP: পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজিপি কে হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ রাজীব কুমারে মেয়াদ শেষ ৩১ জানুয়ারি। কিন্তু রাজ্য তাঁকে পুনরায় নিয়োগের চেষ্টা করছে। পাশাপাশি উঠে আসছে তিনটি নাম। 

PREV
15
রাজীব কুমার

রাজ্যের বিতর্কিত আইপিএস অফিসারদের মধ্যে অন্যতম। ২০২৪ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক বা ডিজিপি-র দায়িত্ব পালন করেছেন। কিন্তু আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর গ্রহণের দিন। ২৯ জানুয়ারি তাঁর ফেয়ারঅয়েল প্যারেড। তাই প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী DGP? যদিও রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে আলোচনায় উঠে আসছে তিনটি নাম।

25
রাজ্যের উদ্যোগ

রাজ্যের উদ্যোগে আপাতত নতুন ডিজি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। কারণ ক্যাটের নিয়ম মেনে রাজ্যকে UPSC তে আগামী ডিজির জন্য নাম পাঠাতে হয়। রাজ্য সরকারও তিনটি নামের একটি তালিকা পাঠিয়েছে। সেখানেই প্রথম নাম রয়েছে রাজীব কুমারের। কিন্তু ক্যাটের নির্দেশ খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে গেছে UPSC।৩১ জানুয়ারির মধ্যে মামলার নিষ্পত্তি না হলে স্থায়ী ডিজিপি পাওয়ার সম্ভাবনা রাজ্যের খুবই কম।

35
কেয়ারটেকার ডিজিপি?

রাজীব কুমারের সঙ্গেই ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করবেন রণবীর কুমার, রাজেশ কুমার। তাই তাদের নিয়োগ করার সম্ভাবনা নেই। অন্যদিকে রাজীব নিয়ে দিল্লি আদালত যদি ইউপিএসসির মামলা নিষ্পত্তি না হয় তাহলে রাজ্য সরকার কেয়ারটেকার ডিজিপি নিয়োগ করতে পারে।

45
আলোচনায় তিনটি নাম

 রাজীব কুমারকে যদি আবারও ডিজিপি পদে নিয়োগ করা না হয় তাহলে রাজ্য সরকার আরও তিনটি নাম নিয়ে আলোচনা করছে বলে সূত্রের খবর। নবান্ন সূত্রের খবর আলোচনায় রয়েছে ৯১ ব্যাচের অনুজ শর্মা, ৯২ ব্যাচের সিদ্ধিনাথ গুপ্তা, ৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডে। যদিও এই বিষয়ে নবান্ন এখনও পর্যন্ত কিছুই জানায়নি।

55
রাজীব কুমার

উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার। রুড়কি বিশ্ববিদ্যালয়, বর্তমানে আইআইটি রুড়কি থেকে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি রয়েছে। ১৯৮৯ সালের উত্তরপ্রদেশের আইপিএস ক্যাডার থেকে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি। বিধাননগর পুলিশ কমিশনারেট, কলকাতা পুলিশ-এর বিশেষ টাস্ক ফোর্স-এর দায়িত্বে ছিলেন। বিতর্ক তাঁর নিত্য সঙ্গী। ২০১৯ সালে সিবিআই সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে সারজা চিটফান্ড কেলেঙ্কারির মামলার ইলেকট্রনিক প্রমাণে হস্তক্ষেপ করার অভিযোগ আনে। যদিও তাঁর বিরুদ্ধে সঠিক প্রমাণ দাখিল করতে পারেনি। তাঁর যাতে সিবিআই গ্রেফতার না করে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর বাড়ির সামনে ধর্না অবস্থানে বসেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে ইডির মুখোমুখি হয়ে একাধিক নথি নিয়ে এসেছেন। সেখানেই রাজীব কুমারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সঙ্গী হওয়ার অভিযোগ উঠেছে।

Read more Photos on
click me!

Recommended Stories