উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার। রুড়কি বিশ্ববিদ্যালয়, বর্তমানে আইআইটি রুড়কি থেকে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি রয়েছে। ১৯৮৯ সালের উত্তরপ্রদেশের আইপিএস ক্যাডার থেকে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি। বিধাননগর পুলিশ কমিশনারেট, কলকাতা পুলিশ-এর বিশেষ টাস্ক ফোর্স-এর দায়িত্বে ছিলেন। বিতর্ক তাঁর নিত্য সঙ্গী। ২০১৯ সালে সিবিআই সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে সারজা চিটফান্ড কেলেঙ্কারির মামলার ইলেকট্রনিক প্রমাণে হস্তক্ষেপ করার অভিযোগ আনে। যদিও তাঁর বিরুদ্ধে সঠিক প্রমাণ দাখিল করতে পারেনি। তাঁর যাতে সিবিআই গ্রেফতার না করে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর বাড়ির সামনে ধর্না অবস্থানে বসেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে ইডির মুখোমুখি হয়ে একাধিক নথি নিয়ে এসেছেন। সেখানেই রাজীব কুমারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সঙ্গী হওয়ার অভিযোগ উঠেছে।