লালন শেখের মৃত্যুর পর রাতারাতি সিবিআই আফিস রামপুরহাট থেকে সরল, নিরাপত্তায় জোর আধিকারিকদের

লালন শেখের মৃত্যুর পর বড় পদক্ষেপ সিবিআই-এর। রামপুরহাটের অস্থায়ী ক্যাম্প কলকাতায় নিয়ে আসা হল। অন্যদিকে সিবিআই-এর ৭ আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের সিআইডি-র।

 

Web Desk - ANB | Published : Dec 15, 2022 2:13 AM IST / Updated: Dec 15 2022, 11:44 AM IST

বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যজনক মৃত্যুর পর বড় পদক্ষেপ করল সিবিআই। কারণ বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের তদন্তের জন্য রামপুরহাটে একটি অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করেছিল। সেই অফিসটি এবার স্থানান্তরিত রাতারাতি কলকাতায় সরিয়ে নিয়ে আসা হল, তেমনই জানিয়েছে সিবিআই-এর এক আকিধিকারিক। দিন কয়েক আগে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে মৃত অবস্থায় উদ্ধার হয় লালন শেখের নিথর দেহ। সিবিআই আধিকারিকদের দাবি লালন শেখ আত্মহত্যা করেছে। লালন শেখের মৃত্যুর পর সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে লালন শেখের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সিবিআই-এর ক্যাম্প অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল।

সিবিআই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'আমরা তদন্তে জড়িত আমাদের অফিসারদের স্থানান্তরিত করেছি। বিষয়টি সম্পর্কিত সমস্ত নথি ও ফাইল কলকাতা অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।' তিনি আরও জানিয়েছেন, সিবিআই অফিসারদের সুরক্ষা আর নথি সংরক্ষণের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন লালন শেখের মৃত্যুর পর স্থানীয়দের বিক্ষোভের কারণে সিবিআই অফিসাররা সেখানে আর নিরাপত্তা বোধ করছিল না। তাই তাদের দ্রুত সরিয়ে আনা হয়েছে।

Latest Videos

অন্যদিকে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের কাথ থেকে মৃত্যু সংক্রান্ত ও ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি লালন শেখের মৃত্যুর জন্য সিআইজি ডিআইজি ও একজন এসপি-সহ সাত জন সিবিআই অফিসারের বিরুদ্ধে মামলাও করেছে বলে সূত্রের খবর। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি হত্যার অভিযোগও দায়ের করা হয়েছে।

সিবিআই সূত্রের খবর সিআইডি যে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাদের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক বগটুই হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত নয়। এই ঘটনাকে আইনিভাবে চ্যালেঞ্জ করা হবে বলেও সিবিআই সূত্রের খবর।

শেখের স্ত্রী রেশমা বিবি মঙ্গলবার রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ করেছেন যে তদন্ত প্রক্রিয়ার অংশ হিসাবে বগটুই গ্রামে যাওয়ার সময় সিবিআই কর্মকর্তারা তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। সিবিআই অভিযোগগুলিকে "ভিত্তিহীন এবং মিথ্যা" বলে অভিহিত করেছে।

আরও পড়ুনঃ

কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় কড়া প্রতিক্রিয়া ভারতের, রাষ্ট্র সংঘের অধিবেশনে জয়শঙ্কের তীর 'ওসামা বিন লাদেন'

ভেঙে দেওয়া হল ছাত্রছাত্রীদের অবস্থান মঞ্চ, রাতের অন্ধকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফের আলোড়ন

বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে ৭ সিবিআই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর