শান্তিপুরের বামা কালীর নৃত্য দেখে আবেগে আপ্লুত শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা নাইট শিবিরের

Published : Oct 24, 2025, 09:59 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bama Kali Puja 2025: শান্তিপুরের বামা কালীর নাচ দেখে মুগ্ধ শাহরুখ খান। আবেগে আপ্লুত হয়ে  সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিং খানের। জানুন বিশদে…

Bama Kali Puja 2025: সদ্য শেষ হয়েছে কালীপুজো-ভাইফোঁটা। তবে উৎসবের মরশুমে নদীয়া জেলার শান্তিপুরের কালীপুজোর মধ্যে অন্যতম আকর্ষণীয় বামা কালী পুজো। এখানে বামা কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রা ভিড়ে মানুষের সীমা নেই। রাস্তার দুই পাশে হাজারো হাজারো মানুষের ভিড় করেব। অপেক্ষায় থাকেন এলোকেশি রূপে ধরা দেওয়া বামা কালী মায়ের নৃত্য চাক্ষুস করার। যা দেখতে প্রতিবছরের মতো এবছরও নদীয়া জেলার পাশাপাশি দূরদুরান্তের জেলার ভক্তরাও ভিড় করেন এখানে।

এই বামা কালী মায়ের শোভাযাত্রার বিশেষত্ত্ব হল মা নৃত্য করেন ভক্তদের কাঁধে চড়ে। গোটা শান্তিপুর প্রদক্ষিণের পর শান্তিপুর বড় বাজারে মোড়ে বামা কালী মাকে ভক্তরা কাঁধে নিয়ে নিত্য শুরু করেন। বামা কালী মায়ের এই নৃত্য যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মানুষের মনে। আর এই আকর্ষণের কারণেই হাজারো হাজারো ভক্তরা রাস্তার দুই পাশে অপেক্ষায় থাকেন। আর এই বছর বামা কালীর মায়ের নৃত্য যোগ করল আরও এক অন্য মাত্রা। সকল ধর্মের ঊর্ধ্বে উঠে কিং খানের পোস্ট মন জিতল হাজার হাজার ভক্তদের।

বামা কালীর নৃত্য দেখে আপ্লুত কলকাতা নাইট রাইডার্স শিবির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ খান। ভাইরাল হওয়া ওই পোস্টটিতে দেখা গিয়েছে, শান্তিপুরের বামা কালীর নৃত্যের দৃশ্য। সেই সঙ্গে পোস্টের ক্যাপশনে লেখা-''জয় বামা কালী। ঐশ্বরিক দৃশ্য।'' একই সঙ্গে তার অনুরাগী-ভক্তদের কালীপুজোর শুভেচ্ছা জানান তিনি।

 

 

ঠিক কী হয় বামা কালী প্রতিমা বিসর্জনের সময়? 
 

বামা কালী প্রতিমা বিসর্জন দেখতে যেমন হাজার-হাজার মানুষেরা ভিড় করেন শান্তিপুরে। ছুটে আসেন বামা কালীর নৃত্য দেখতে  নদীয়া জেলায়। তেমনই বহু বছর ধরে এই নাচ মন কেড়েছে কালী ভক্তদের।  কালীপুজোর বিসর্জনের সময় বামা কালীকে বাঁশের মাচায় করে দেবী মূর্তি কাঁধে করে নিয়ে যায় ভক্তরা।  বিশাল প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় লাফিয়ে লাফিয়ে নাচ করেন ভক্তরা। যা দেখে মনে হয়, নৃত্য করছেন স্বয়ং বামা কালী। আর এই নাচ শিহরণ জোগায় ভক্তদের। 

কথিত আছে,  বামা কালী স্বপ্নাদেষ দিয়ে জানিয়ে ছিলেন যে, শান্তিপুরের দুই প্রাচীন জনপ্রিয় কালী ঠাকুর দেবী সিদ্ধেশ্বরী এবং দেবী চাঁদুনী। বিসর্জনের সময় শহর প্রদক্ষিণ করে দুই বন্ধুর সঙ্গে দেখা করতেই এই বামা কালী নৃত্য বলে জানা গিয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন