
North Bengal Accident Death: উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিকে (Mirik) বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত চারজন পর্যটক। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে পুটুংয়ের কাছে নলডারা অঞ্চলে। খাদে গাড়ি পড়ে যায়। ফলে চারজন পর্যটকের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন জখম হন। জখম ব্যক্তিদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভারত-নেপাল সীমান্ত অঞ্চল (India-Nepal Border) পানিট্যাঙ্কি থেকে এক গাড়িতে মিরিকের দিকে রওনা হন ১৯ জন পর্যটক। নেপালের কাঁকরভিটা থেকে এই গাড়ি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে নকশালবাড়ির বেলগাছি, পুটুং ঘুরে মিরিকের উদ্দেশে রওনা হয়। দুর্গম রাস্তায় নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি গাড়ির চালক। তার ফলেই দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে মনে করছে পুলিশ। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক-সহ মোট ১২ জনের বসার ব্যবস্থা থাকলেও দুর্ঘটনার সময় গাড়িটিতে দুই শিশু সহ ১৯ জন ছিলেন। নলডারার কাছে গাড়িটি উলটো দিক থেকে আসা অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই কিছুটা পিছিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়ে। পরে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজন মারা যান। খবর পেয়েই স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। মৃতদের মধ্যে ধনবাহাদুর নেপালের কাটোয়ার বাসিন্দা। সজনী ছেত্রী নকশালবাড়ির নিরপানি, বিনিতা তামাং এবং ওয়াংচু তামাং মিরিকের সোরাসালে অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়ির চালক রাকেশ রুচেল-সহ অন্য যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এদিকে, এই দুর্ঘটনার পরেই দ্রুত দুধিয়ায় বালাসন নদীর উপরে নির্মীয়মান অস্থায়ী রাস্তা চালুর দাবি উঠেছে। মিরিকের বাসিন্দারা জানিয়েছেন, দুধিয়ার রাস্তা বন্ধ থাকায় পুটুং, নলডারার অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তা হয়ে যানবাহন চলাচল করছে। এ প্রসঙ্গে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এগজিকিউটিভ অনীত থাপা বলেছেন, ‘দুঃখজনক ঘটনা। খবর পেয়েই সৌরিনীর সভাসদ অরুন শিংজিকে ঘটনাস্থলে পাঠিয়েছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।