সংক্ষিপ্ত

পথকুকুরদের আশ্রয় দেওয়া বা বাড়ির বাইরে তাদের খেতে দেওয়ার অনুমতি রয়েছে।

অন্য লোকের পোষা কুকুরের কামড় বা মলমূত্র ত্যাগ নিয়ে জেরবার হয়ে যান স্থানীয় বাসিন্দারা। বারবার এই অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু খবর ও ভিডিও। এবার সেই রোগের প্রতিকার করতে জারি করা হল নয়া নিয়ম। কোনও ব্যক্তিকে অন্য কোনও ব্যক্তির পোষা কুকুর বা বিড়াল কামড়ে দিলে এ বার থেকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে পোষ্যে জীবের মালিককে।

সম্প্রতি দেখা গেছে, উত্তরপ্রদেশের নয়ডায় দিন দিন বেড়েই চলেছে কুকুরে কামড়ানোর ঘটনা। এই বিষয়টি নিয়ে অনেক সময়েই পোষা জীবের মালিকদের উদাসীনতা লক্ষ্য করা গেছে। এবার সেই পোষ্যদের মালিকদের সচেতন করতে কড়া সিদ্ধান্ত নিয়েছে নয়ডা প্রশাসন। পোষ্য কাউকে কামড়ে দিলে গুনতে হবে মোটা জরিমানার অঙ্ক। শুধু এখানেই শেষ নয়, আক্রান্ত ব্যক্তিদের যাবতীয় চিকিৎসার খরচও বহন করতে হবে ওই পোষ্যর মালিককেই।

শনিবার নয়ডার পশু সুরক্ষা কমিটি স্পষ্ট নির্দেশ দিয়েছে, ২০২৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে বাড়ির পোষ্য জীবদের রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনের নির্দিষ্ট দিন পেরিয়ে গেলে মালিককে জরিমানা দিতে হবে বলে কমিটির তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। সময় মতো পোষ্যের নির্বীজকরণ (স্টেরিলাইজেশন) এবং র‌্যাবিস ভাইরাস প্রতিকারমূলক প্রতিষেধক দেওয়া না থাকলেও প্রতি মাসে ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে।

নয়ডা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), রিতু মহেশ্বরী একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, নিজের প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে এলাকার পার্কে বা রাস্তায় প্রতিদিন সকালে বা বিকেলে হাঁটতে বেরোন বহু মানুষ। সেই সময় পোষ্য রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করলে, সেগুলি পরিষ্কার করার দায়িত্বও নিতে হবে মালিকদেরই। তবে, পথকুকুরদের আশ্রয় দেওয়া, বাড়ির বাইরে তাদের খেতে দেওয়ার অনুমতি রয়েছে স্থানীয় রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন-এর তরফে। এবিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বে থাকবে নির্ধারিত সংগঠনগুলি।


আরও পড়ুন-
৩ বছরের ছোট্ট সন্তানকে খুন করে বালতিতে ডুবে মৃত্যুর মিথ্যা প্রচার, আনন্দপুরের ঘটনায় চাঞ্চল্য
দলবদল করতে গেলে গাড়ি রাস্তার সঙ্গে মিশে যেতে পারে, তৃণমূল বিধায়ক উদয়ন গুহর হুঁশিয়ারিতে সরগরম রাজ্য-রাজনীতি
শাসক দলের ‘দুর্নীতি’-ই মূল অস্ত্র, নতুন মুখ নিয়ে এসে পঞ্চায়েত ভোটে গোষ্ঠীকোন্দলও এড়িয়ে যেতে পারবে বিজেপি