পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য জগদীশচন্দ্র বসু স্কলারশিপ। মাসিক আর্থিক ভাতা, বই কেনার খরচ ও ল্যাপটপ পুরস্কার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য আলাদা আলাদা সুযোগ।
এই স্কলারশিপের মাধ্যমে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা হচ্ছে যাতে ভবিষ্যতা তারা গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানভিত্তিক কেরিয়ারের দিকে আগ্রহী হন।
611
JBNSTS স্কলারশিপের দুটি ভাগ আছে। জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র স্কলারশিপ।
711
মাধ্যমিক পাশ করে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ছেন তারা পাবেন জুনিয়র স্কলারশিপ। প্রতি মাসে ১২৫০ টাকা। বই ভাতা পাবে ২৫০০ টাকা। দুই বছরের জন্য মোট ৩০ হাজার টাকা মিলবে এই স্কলারশিপে।
811
উচ্চমাধ্যমিক পাশ করে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বিভাগে স্নাতক স্তরে যারা পড়ছেন তারা পাবেন সিনিয়র স্কলারশিপে প্রতি মাসে ৪ হাজার এবং বই ভাতা পাবে বছরে ৫ হাজার টাকা। ৪ থেকে ৫ বছর মাসিক বৃত্তি ও বই কেনার টাকা পাবেন
911
এই স্কলারশিপের ক্ষেত্রে উপযুক্ত ছাত্র ছাত্রীদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। আগামী ২৪ আগস্ট হবে পরীক্ষা।
1011
প্রায় ৩৪টি কেন্দ্রে হবে ট্যালেন্ট সার্চ পরীক্ষা। পরীক্ষায় সফল হলে মিলবে সরাসরি টাকা।
1111
আবেদন করতে পারেন অনলাইনে। WWW.jbnsts.ac,in-এ গিয়ে আবেদন করুন।