দারুণ খবর! পড়ুয়াদের ৪৮ হাজার টাকা করে দিচ্ছে মমতা সরকার, সঙ্গে মিলবে ল্যাপটপ, রইল আবেদনের পদ্ধতি

Published : Jun 06, 2025, 09:18 AM IST

পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য জগদীশচন্দ্র বসু স্কলারশিপ। মাসিক আর্থিক ভাতা, বই কেনার খরচ ও ল্যাপটপ পুরস্কার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য আলাদা আলাদা সুযোগ।

PREV
111

পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ। এবার আর পড়ার খরচ নিয়ে চিন্তা নেই। মমতা সরকার দিচ্ছে বিশাল সুযোগ। 

211

বিজ্ঞান নিয়ে পড়াশোনার পর যারা উচ্চ শিক্ষার পথে আর্থিক বাধার সম্মুখীন হচ্ছেন তাদের আর চিন্তা নেই। এবার মিলবে ৪৮ হাজার টাকা সঙ্গে ল্যাপটপ।

311

এই স্কলারশিপ শুধু মাসিক আর্থিক ভাতা নয়, বরং বই কেনার খরচ এবং ল্যাপটপ পুরস্কার দেওয়ার ব্যবস্থাও আছে।

411

সদ্য প্রকাশ্যে এল জগদীশচন্দ্র বসু স্কলারশিপের কথা। যা পেতে আজই আবেদন করুন।

511

এই স্কলারশিপের মাধ্যমে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা হচ্ছে যাতে ভবিষ্যতা তারা গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানভিত্তিক কেরিয়ারের দিকে আগ্রহী হন।

611

JBNSTS স্কলারশিপের দুটি ভাগ আছে। জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র স্কলারশিপ।

711

মাধ্যমিক পাশ করে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ছেন তারা পাবেন জুনিয়র স্কলারশিপ। প্রতি মাসে ১২৫০ টাকা। বই ভাতা পাবে ২৫০০ টাকা। দুই বছরের জন্য মোট ৩০ হাজার টাকা মিলবে এই স্কলারশিপে।

811

উচ্চমাধ্যমিক পাশ করে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বিভাগে স্নাতক স্তরে যারা পড়ছেন তারা পাবেন সিনিয়র স্কলারশিপে প্রতি মাসে ৪ হাজার এবং বই ভাতা পাবে বছরে ৫ হাজার টাকা। ৪ থেকে ৫ বছর মাসিক বৃত্তি ও বই কেনার টাকা পাবেন

911

এই স্কলারশিপের ক্ষেত্রে উপযুক্ত ছাত্র ছাত্রীদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। আগামী ২৪ আগস্ট হবে পরীক্ষা।

1011

প্রায় ৩৪টি কেন্দ্রে হবে ট্যালেন্ট সার্চ পরীক্ষা। পরীক্ষায় সফল হলে মিলবে সরাসরি টাকা।

1111

আবেদন করতে পারেন অনলাইনে। WWW.jbnsts.ac,in-এ গিয়ে আবেদন করুন।

Read more Photos on
click me!

Recommended Stories