- Home
- West Bengal
- West Bengal News
- Nabanna Scholarship: মাধ্যমিক পাশ করলেই মিলবে 'নবান্ন স্কলারশিপ', জানুন কীভাবে করবেন আবেদন
Nabanna Scholarship: মাধ্যমিক পাশ করলেই মিলবে 'নবান্ন স্কলারশিপ', জানুন কীভাবে করবেন আবেদন
WB Govt Scholarships Scheme: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের জন্যও বাংলায় চালু রয়েছে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা। কীভাবে আবেদন করবেন? জানুন বিশদে…

মেধাবী পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের নয়া স্কলারশিপ
মেধাবী অথচ আর্থিক অনটন রয়েছে এমন সকল পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গে চালু রয়েছে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা। রাজ্য সরকারের দেওয়া এই স্কলারশিপের মাধ্যমে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা লাভবান হন।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপ
আর্থিক প্রতিবন্ধকতার কারণে যাতে কোনও ছেলে-মেয়ে স্কুলছুট না হয়ে যায় বা পড়াশোনা বন্ধ না করে দেয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে মেধাবী অথচ পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে।
'নবান্ন স্কলারশিপ'
রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে তাঁদের জন্য চালু করা হয়েছে ‘নবান্ন স্কলারশিপ’। এই প্রকল্পের আওতায় কৃতী পড়ুয়ারা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং এককালীন ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়।
কারা আবেদন জানাতে পারবেন?
Chief Minister Relief Fund-এর তরফে দেওয়া এই স্কলারশিপের আবেদনের জন্য সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং সরকার স্বীকৃত কোনও বিদ্য়ালয় থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং বোর্ডের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেলেই করা যাবে এই নবান্ন স্কলারশিপের আবেদন।
কীভাবে করবেন আবেদন ?
সরকার স্বীকৃত কোনও বিদ্যালয় থেকে বোর্ডের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেলেই করা যাবে আবেদন। এর জন্য আবেদনকারীকে কতগুলি নিয়ম মানতে হবে। যেগুলি হল- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১.৬ লাখ টাকার কম হতে হবে। আবেদনকারীর রেশন কার্ড, স্কুলের শিক্ষাগত যোগ্যতার শংসাপ্ত্র, রেজাল্ট, বাবার ইনকাম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই সমস্ত ডকুমেন্টস থাকলেই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
নবান্ন স্কলারশিপের পরিমাণ কত?
রাজ্য সরকারের তরফে চালু এই নবান্ন স্কলারশিপের পরিমাণ বিভিন্ন রকম। যেমন- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং সাধারণ বা সাম্মানিক বিষয়ে স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় বার্ষিক ১০ হাজার টাকা। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি এবং আইন পড়ুয়াদের দেওয়া হয় বার্ষিক ১২ হাজার টাকা। এছাড়াও আবেদনকারী যে একবারই টাকা পাবে এমনটা নয়। কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমেস্টারে যদি পড়ুয়াদের ৫০ শতাংশের বেশি নম্বর থাকে তাহলেও নবান্ন স্কলারশিপের ফর্ম রিন্যুয়াল করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

