সন্ধ্যা নামলেই ঝমঝমিয়ে বৃষ্টি আর সকাল থেকে তীব্র গরম। এক অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার।
সন্ধ্য়ায় বৃষ্টি হলেও রেহাই নেই এই ভ্যাপসা গরম থেকে। রোজ সকাল থেকেই অনুভূত হচ্ছে তীব্র গরম।
সূত্রের খবর, নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে না। ১২ জুন পর্যন্ত বর্ষা আসার কোনও সম্ভাবনা নেই।
জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা। গরম ও শুষ্ক আবহাওয়ার বেশ কয়েকটি জেলাতে প্রভাব ফেলবে।
আগামী ৩-৪ দিনে অন্তত পক্ষে ৪ ডিগ্রি গরম বাড়বে বলে খবর। আজ শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি আর সর্বনিম্ন ২৮ ডিগ্রি।
এই কদিন উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার. উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা আছে।
৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝড়। বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ জেলাগুলোতে। হালকা থোকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে।
সব মিলিয়ে আজ বৃষ্টি হলেও বাড়বে গরম। রবিবার পর্যন্ত আবহাওয়া থাকবে এমনটাই।
Sayanita Chakraborty