Buddhadeb Bhattacharya: বুধবার দুপুরে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছলেন বুদ্ধদেব ভট্টাচার্য

চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থেকেই সেরে উঠেছেন বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে এখনও নজরদারির মধ্যেই রাখছেন চিকিৎসকরা। 

 

Sahely Sen | Published : Aug 9, 2023 8:03 AM IST

জুলাইয়ের শেষ থেকে অগাস্ট মাসের শুরু, ২০২৩-এ বেশ আশঙ্কার মধ্যে দিয়ে কেটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক পরিস্থিতি। শেষমেশ অগাস্টের দ্বিতীয় সপ্তাহে বাম শিবিরে স্বস্তির নিঃশ্বাস। ৯ অগাস্ট, বুধবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বস্তির স্বর শোনা গেল তাঁর চিকিৎসকদের গলাতেও।

ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া ইত্যাদি বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে চলতি বছরের ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে ব্যাপকভাবে কমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। সঙ্গে সঙ্গে তাঁকে সি-প্যাপ সাপোর্ট দিয়ে আইসিইউ-তে রেখেছিলেন চিকিৎসকরা। এরপর ধীরে ধীরে তাঁর ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে আনা হয়। তখনই দেখা যায়, কানে স্পষ্ট শুনতে পাচ্ছেন বুদ্ধদেব, অন্য মানুষের কথা উত্তরে সাড়াও দিচ্ছেন তিনি। তার পর থেকেই ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে তাঁর শারীরিক ক্ষমতা বাড়িয়ে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেন চিকিৎসকরা। 

বুধবার কড়া পর্যবেক্ষণের পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হল। বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং একজন চিকিৎসক। এখনও তাঁকে ক্রমাগত নজরদারিতেই রাখতে বলেছেন চিকিৎসকরা। হাসপাতালের সকলকে আশীর্বাদ জানিয়ে খুশি মনে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মীরা ভট্টাচার্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বাড়িতে তাঁর জন্য বাইপ্যাপ সাপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকছে। হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাবেন। টানা ১ মাস তাঁকে হোম কেয়ার সাপোর্টে রাখা হবে। হাসপাতাল থেকে ১ জন নার্সও সর্বক্ষণ তাঁর পরিচর্যায় নিযুক্ত থাকবেন বলে জানা গেছে। 

আরও পড়ুন-
অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিজেপি সাংসদের ‘তুইতোকারি’, দুর্ঘটনাগ্রস্থ স্কুটিচালককে সাহায্যে এগিয়ে গেলেন রাহুল গান্ধী
সিপিএমের ‘ভুল সংশোধনী’-তে বউ আর পার্টির মধ্যে দোনোমনা, বিবাহ বনাম দলের মধ্যে এগিয়ে কে?

Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী
Tips For Good Luck: বাড়িতে পূজাপাঠের ক্ষেত্রে ১০টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন

Latest Videos

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের