বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যে ছ'টা পর্যন্ত চলবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আগামী ২৩ জুন এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মোট ৩০৯ টি বুথে আড়াই লক্ষেরও বেশি ভোটার এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটদান করবেন।
28
ভোটদানে কড়া নিরাপত্তা
এই উপনির্বাচনের জন্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আধিকারকে সুরক্ষিত করতে যেমন ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কালীগঞ্জে তেমনি বুথের ভিতরে ও বাইরে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও করা হয়েছে।
38
নির্বাচনে নিরাপত্তায় এনসিসি ক্যাডেট ও স্কাউট
জানা গিয়েছে, এবারই প্রথম ভোটের লাইন কাজে রাজ্য পুলিশের পরিবর্তে কাজে লাগানো হবে এনসিসি ক্যাডেট ও স্কাউটদের। নির্বাচনে কোনও রকম অশান্তি যাতে না হয়, সুষ্ঠভাবে ভোটদানের জন্য এদিন সকাল থেকেই কালীগঞ্জের ভোটকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
ভোটের বুথের ভিতর মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না ভোটাররা। ভোটের অশান্তির প্রকৃত তথ্য পেতে কুইক রেসপন্স টিম ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির মাথায় বিশেষ ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটের কাজে তদারকি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকার দফতর।
58
কালীগঞ্জে ত্রিমুখী ভোটের লড়াই
নদীয়ার কালীগঞ্জের এই আসনে ভোটে চলছে ত্রিমুখী লড়াই। ছাব্বিশের নির্বাচনের আগে নিজেদের জমি কতটা শক্ত তা জানতে যেন এই নির্বাচন অ্যাসিড টেস্ট সব দলের কাছে।
68
কালীগঞ্জে তিন দলের প্রার্থীর লড়াই
জানা গিয়েছে, নদীয়ার এই আসনে তৃণমূল বিধায়ক মারা যাওয়ায় ফের এখানে ভোট গ্রহন শুরু হয়েছে। নদীয়ার কালীগঞ্জের এই ফাঁকা আসনে লড়তে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম তিন দলই তাঁদের প্রার্থী দিয়েছেন।
78
কালীগঞ্জ ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত কত?
জানা গিয়েছে, কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা -১৫টি, তবে বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। এই ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি শাসক দলের দখলে আছে, দুটি বিরোধীদের। বিজেপির ১, সিপিএমর ১। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তার মধ্যে তৃণমূলের দখলে ৩৮, সিপিএমের ৫ ও বিজেপির ২টি।
88
ভোট কমেছে কালীগঞ্জে
সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যা অনেকটাই কমেছে। সেক্ষেত্রে এবার এই উপ নির্বাচন শাসক-বিরোধী উভয়পক্ষের কাছেই যুধুধান লড়াই। এখন দেখার কোন দলের শিঁকে ছেড়ে নির্বাচনের ফলাফলে।