- Home
- West Bengal
- Kolkata
- Mamata Banerjee: 'বকেয়া টাকা ফেরত চাই', ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রকে একহাত মমতার
Mamata Banerjee: 'বকেয়া টাকা ফেরত চাই', ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রকে একহাত মমতার
Mamata Banerjee On 100 Days Work: ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ আসার পরই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া বঞ্চনা নিয়ে কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

১০০ দিনের কাজের টাকা নিয়ে নতুন নির্দেশ
পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টাকা আটকে রাখতে পারবে না কেন্দ্র। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়ার আগে যে কোনও শর্ত জারি করতে পারে। কিন্তু টাকা দিতেই হবে। আর তারপরই কেন্দ্রকে বকেয়া বঞ্চনা নিয়ে ফের একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে পাল্টা তোপ মমতার
১০০ দিনের কাজের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ সামনে আসতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া টাকা ফেরত নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর বকেয়া আদায়ের দাবি
১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাজ শুরুর পাশাপাশি কেন্দ্রকে অবিলম্বে রাজ্যের বকেয়া টাকা ফেরতের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
কবে থেকে শুরু হচ্ছে ১০০ দিনের কাজ?
বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ১০০ দিনের কাজ। রাজ্যের শাসক দলের তরফে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ করা হয়েছে বারবার। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও মেলেনি কোনও সুরাহা। দীর্ঘদিন পর অবশেষে রাজ্যে দ্রুত ১০০ দিনের কাজ চালু করার নির্দেশে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
কেন্দ্রের প্রতি রুষ্ট মমতা
১০০ দিনের কাজ নিয়ে আদালতের নির্দেশে তৃণমূল সরকার খুশি হলেও কেন্দ্রের কাছে এখনও বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে ফের আরও একবার সুর চড়ালেন তিনি। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘’হাইকোর্টের ১০০ দিনের কাজ নিয়ে নির্দেশে আমরা খুশি হলেও আটকে রাখা বকেয়া টাকা দ্রুত ফেরত দিক কেন্দ্র।''
বিজেপি সরকারকে তোপ মমতার
তিনি আরও বলেন, ‘’হাইকোর্ট অগাস্ট থেকে কাজ শুরু করার কথা বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, শ্রমিকরা কোনও টাকা পেলেন না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন বলে তাঁদের বিরুদ্ধেই মামলা করা হল।''
আমাদের টাকা আমাদের ফেরত দিক
বুধবার মমতা আরও বলেন, ‘’কেন্দ্রীয় মন্ত্রী দেখা করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। বাধ্য হয়ে টাকা আমরা সরকার থেকে দিয়েছি। এবার আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে।''
১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ?
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি দাসের ডিভিশন বেঞ্চ ১০০ দিনের কাজ নিয়ে এই নির্দেশ দিয়েছে। যদিও রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কারণে প্রায় তিন বছর ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।
কেন টাকা বন্ধ?
জানা গিয়েছে, রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই কারণেই টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। এবার সেই বকেয়া টাকা ফেরতের দাবিতে আরও একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

