C V Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগের দিন কী হয়েছিল রাজভবনে? সিসিটিভি ফুটেজ প্রদর্শন

Published : May 09, 2024, 03:12 PM ISTUpdated : May 09, 2024, 03:54 PM IST
raj bhavan kolkata

সংক্ষিপ্ত

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিজেকে নির্দোষ বলে দাবি করে শাসক দল ও রাজ্য সরকারকে তোপ দেগেছেন রাজ্যপাল।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যেদিন শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে, সেদিন রাজভবনে ঠিক কী হয়েছিল, তা প্রমাণ করার জন্য দেখানো হল সিসিটিভি ফুটেজ। বৃহস্পতিবার রাজভবনে ১ ঘণ্টা ১৯ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই সিসিটিভি ফুটেজের মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন রাজ্যপাল। তবে যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, তাতে কোথাও রাজ্যপালকে দেখা যায়নি। যে অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন, সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেলেও, একই ফ্রেমে ওই মহিলা ও রাজ্যপালকে দেখা যায়নি। ওই মহিলা অভিযোগ করেন, রাজভবনের কনফারেন্স রুমে তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। সেই ঘর বা রাজভবনের ভিতরের অংশের কোনও সিসিটিভি ফুটেজ এদিন দেখানো হয়নি।

সিসিটিভি ফুটেজেও কাটল না ধোঁয়াশা

রাজভবনের পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, সেখানে রাজভবনের মূল ফটক বা উত্তর দিকের গেটে লাগানো দু'টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্য দেখা যাচ্ছে। যেদিন শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়, সেদিন বিকেলের দৃশ্য দেখানো হয়েছে। বিকেল ৫টা ৩১ মিনিট থেকে ৫টা ৪২ মিনিট, বিকেল ৫টা ৩২ মিনিট থেকে সন্ধে ৬টা ৩২ মিনিট এবং সন্ধে ৬টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের ফুটেজ দেখানো হয়েছে। অভিযোগকারী মহিলাকে রাজভবন থেকে বেরিয়ে পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে। কিন্তু সেদিন রাজভবনের ভিতরে ঠিক কী হয়েছিল, সেটা স্পষ্ট হল না।

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগে কী পদক্ষেপ পুলিশের?

রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। তবে লালবাজার জানিয়েছে, শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করা হয়েছে। এই অভিযোগের তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ চায় কলকাতা পুলিশ। এরই মধ্যে জনগণের জন্য সিসিটিভি ফুটেজ প্রকাশ করল রাজভবন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'স্বয়ং ভগবানও মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না!' বিতর্কিত মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের

'পরপর দুইবার শ্লীলতাহানি করেছে ... আপনার লজ্জা লাগে না!', রাজভবন ইস্যুতে রাজ্যপাল ও মোদীকে নিশানা মমতার

অশ্লীল ভাবে স্পর্শ করেছিলেন! রাজভবনে কাজ করা মহিলার অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যপাল

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর