নার্সিংহোমের ছাদে পড়ে নিথর দেহ! বারাসতে নাবালিকার রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যপক চাঞ্চল্য

Published : May 09, 2024, 02:14 PM IST
Crime

সংক্ষিপ্ত

নার্সিংহোমের ছাদ থেকে উদ্ধার হল নাবালিকার দেহ! বারাসতে চাঞ্চল্যকর ঘটনা

নার্সিংহোমের ছাদ থেকে উদ্ধার হল নাবালিকার দেহ। মৃতার বয় ১৩ বছর বলে জানা গিয়েছে। বারাসতের কাজিপাড়া সংলগ্ন এলাকার ঘটনা। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও পরে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

জানা গিয়েছে নার্সিংহোম মালিকের বাড়িতে থাকত ওই নাবালিকা। বাড়ির অর্থাভাবের কারণেই মালিকের বাড়িতে পড়াশুনো করত ও মালিকের বাড়ি দেখাশোনাও করত। বুধবার দুপুর থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। বুধবার বিকেলে নার্সিংহোমের ছাদ থেকে উদ্ধার হয় নাবালিকার নিথর দেহ। পরে ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বারাসত থানার পুলিশ। এরপর থেকেই হাসপাতালের সামনে বিক্ষোভ জানায়, মৃতার পরিবার ও আত্মীয়স্বজনরা। পরে পুলিশ গিয়ে ঘটনার সামাল দেয়।

আরও পড়ুন: "মঞ্চে উঠতে দেওয়া হয়নি" কাঞ্চন মল্লিকের ঘটনার পর ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এপ্রসঙ্গে বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানিয়েছেন, “তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

আরও পড়ুন: কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দিয়েছে দেবের সাংসদ প্রতিনিধি! চাঞ্চল্যকর অডিও ফাঁস সমাজমাধ্যমে

এদিকে এই মৃত্যু কোনও ভাবেই আত্মহত্যার কারণে হয়নি বলেই দাবি নাবালিকার পরিবারের। কীভাবে তার দেহ ছাদে গেল বা কেনই বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই নিয়ে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই ভাবে নাবালিকার আকস্মিক মৃত্যুতে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন