Mamata Vs Bose: মমতার মন্তব্যে মানহানি হয়নি, কলকাতা হাইকোর্টে রাজ্যপালের দায়ের করা মামলার শুনানি শেষ

Published : Jul 15, 2024, 05:53 PM IST
mamata , cv anand bose

সংক্ষিপ্ত

রাজ্যের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী বলেন, 'রাজ্যপালের বিরুদ্ধে ২টি অভিযোগ প্রকাশ্যে এসেছে। 

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলার শুনানি শেষ। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। তবে মানহানি মামলার রায়দান কবে হবে তাও জানাননি বিচারপতি। কিন্তু এদিন মামহানি মামলার শুনানিতে নিজের বক্তব্য অনড় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তেমনই সওয়াল করেছেন মমতার আইনজীবী।

পশ্চিমবঙ্গের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিবৃতি দিয়ে নিজের বক্তব্যের কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টকে। তিনি নিজের মন্তব্যেই অনড় রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলার শুনানিতে সোমবার রাজ্যপালের আইনজীবী বলেন, 'রাজ্যপালকে বিধানসভা নির্বাতনে জয়ী ২ প্রার্থী যে চিঠি দিয়েছিলেন তাতে কোথায় রাজভবনে যেতে তাদের ভয়ের কথা জানাননিয তাহলে মুখ্যমন্ত্রীর মহিলারা রাজভবনে যেতে ভয় পান বলে মন্তব্য করলেন কেন? এই মন্তব্য অবমাননাকর। রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে সেটা অস্বীকার করা সম্ভব নয়।'

পাল্টার রাজ্যের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী বলেন, 'রাজ্যপালের বিরুদ্ধে ২টি অভিযোগ প্রকাশ্যে এসেছে। তারমধ্যে ১ জন রাজভবনের কর্মী ও অন্যজন নৃত্যশিল্পী। তাছাড়া অনেক মহিলা মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীও এই নিয়ে মন্তব্য করেছিলেন। তার জেরেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন। এটা তার বাকস্বাধীনতার অন্তর্গত। এতে কারও মানহানি হওয়া সম্ভব নয়।'

এই সওয়াল জবাবের মধ্যেই বিচারপতি জানতে চান অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কিনা? জবাবে রাজ্যের আইনজীবী জানান, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করার এক্তিয়ার পুলিশের নেই। তবে OSDর বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেই এফআইআর-এ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে দারুণ খবর, বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, মিলবে কত করে? ইঙ্গিত সরকার পক্ষের
ডিসেম্বরের মাঝামাঝি-তেও চলছে শীতের লুকোচুরি খেলা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?