'ইডি-সিবিআই দিয়ে ভোটে জেতা যাবে না, চাই সংগঠন' কর্মীসভায় বড় বার্তা সুকান্তর

সংগঠনই যেন শেষ কথা বলে। নির্বাচনে জয় পেতে গেলে আসলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। ইডি এবং সিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাস্তবে ভোটে জেতা অসম্ভব।

সংগঠনই যেন শেষ কথা বলে। নির্বাচনে জয় পেতে গেলে আসলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। ইডি এবং সিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাস্তবে ভোটে জেতা অসম্ভব।

দলীয় কর্মীসভায় গিয়ে পরিষ্কার এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। লোকসভা ভোট এবং রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই ভরাডুবি হয়েছে বিজেপির। তারপরই সুকান্ত মজুমদারের এই বার্তায় রীতিমতো জল্পনা তৈরি হয়েছে।

Latest Videos

এবার তাই দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, লোকসভা পূর্ববর্তী সময়ে দল যে কৌশল নিয়ে চলছিল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বার্তা দিতেন প্রকাশ্যে, সেই রাস্তা থেকেই কি এবার সরে আসার বার্তা দিচ্ছেন সুকান্ত?

যদিও তাঁর এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়ছে না শাসকদল তৃণমূল। কুণাল ঘোষ বলেন, “একে বলে বিলম্বিত বোধোদয়! এই কথা তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। আসলে রাজ্য বিজেপির ব্যাপারটা হচ্ছে অনেকটা বিরিয়ানির মশলা দিয়ে চচ্চড়ি রান্না করার মতো।”

রবিবার, হুগলির হিন্দমোটর এবং পান্ডুয়াতে দলীয় কর্মীসভায় যান সুকান্ত। দুই জায়গাতেই নেতা এবং কর্মীদের প্রতি তাঁর বার্তা, সব ছেড়ে আগে দলের সাংগঠনিক শক্তি মজবুত করার দিকে নজর দেওয়া জরুরি। হিন্দমোটরের সভা থেকে সুকান্ত জানান, “মোদীজি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আর আমরা শ্রীরামপুর জিতে যাব, এটা কখনও হতে পারে না। অনেকেই বলে যে, দাদা সিবিআইকে বলুন ওকে অ্যারেস্ট করে নিতে। তাহলেই আমরা জিতে যাব। ওসব হবে না! এইভাবে জেতা যায়না।”

সুকান্তর যুক্তি, অনুব্রত মণ্ডলও তো জেলে আছেন। তারপরে দাঁড়িয়েও তো বীরভূম দখল করতে পারেনি বিজেপি। লোকসভা ভোটে বীরভূমের দুটি আসনেই হেরেছে তাদের দল। বিজেপি রাজ্য সভাপতির কথায়, “অনুব্রত মণ্ডল তো ছিলেন। আছেন তো জেলে? বীরভূম জিতেছি আমরা?”

তারপরেই তাঁর স্পষ্ট বার্তা, “আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন, তা হলেই একমাত্র জিতবেন। আর যদি পরিশ্রম করে সংগঠন তৈরি করতে না পারেন, তাহলে যাকে খুশি অ্যারেস্ট করেও কোনওদিন জিততে পারবেন না।”

পান্ডুয়াতে তাঁর বক্তব্য, “ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তবে সেটা বিরিয়ানির মশলার মতো। বিরিয়ানির চাল আর মাংস দলের কর্মীদেরই হতে হবে। তবেই ভালো বিরিয়ানি রান্না হবে।”

প্রসঙ্গত, তৃণমূল অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে, ইডি-সিবিআইকে ব্যবহার করে রাজ্যে ভোটে জিততে চাইছে বিজেপি। এক্ষেত্রে তাদের নিশানায় মূলত থাকেন শুভেন্দু অধিকারীই। কারণ, নানা জনসভা এবং কর্মীসভা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআই ডেকে তদন্ত করানোর হুমকি দিতে শোনা যায় বিরোধী দলনেতার মুখে। এমনকি, রাজ্য বিজেপির বাকি নেতাদের একাংশও হেঁটেছেন সেই পথে। সেইসঙ্গে, সুকান্ত মজুমদারের মুখেও ইডি-সিবিআই হুমকি শোনা গিয়েছে নানা সময়ে।

কিন্তু তারপরেও রাজ্যে বিশেষ সুবিধা করে উঠতে পারেনি বিজেপি। বরং, ২০১৯ সালের তুলনায় সদ্যসমাপ্ত লোকসভা ভোটে দলের ফল খারাপই হয়েছে। রাজ্যের বুকে ছয়টি আসন হারিয়েছে তারা। এই পরিস্থিতিতে সুকান্তর ইডি-সিবিআই নির্ভরতা কাটিয়ে সংগঠনে জোর দেওয়ার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পদ্মশিবির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla