আদালত নির্দেশ না দিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। আদালতের এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন শুভেন্দু
কোলাঘাটকাণ্ডে কলকাতা হাইকোর্ট বড় স্বস্তি পেলন বিজেপি নেতা তথা রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে,কোলাঘাটকাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে হলে আগে আদালতকে জানাতে হবে। আদালত নির্দেশ না দিলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। আদালতের এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন শুভেন্দু- তেমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফল হয়েছে। তাতে কিছুটা হলেও চাপ বাড়ছে বিজেপি নেতার। কারণ বিজেপি সূত্রের খবর, লোকসভা নির্বাচনে দিল্লির নেতারা অনেকটাই নির্ভর করেছিলেন শুভেন্দুর ওপর। কিন্তু সেখানে রীতিমত আশাহত হতে হয়েছে বিজেপির দিল্লির নেতাদের।
কোলাঘাট-কাণ্ড- রাজ্যে লোকসভা ভোট চলাকালীন কোলাঘাটে শুভেন্দুর অফিসে তল্লাশি চালিয়েছিল রাজ্য পুলিস। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, তাঁর অনুমতি না নিয়েই রাজ্য় পুলিশ তল্লাশি চালিয়েছিল। তিনি সেই সময় বলেছিলেন, আগাম নোটিশ ছাড়াই তাঁর কোলাঘাটের অফিসে হানা দিয়েছিল রাজ্য পুলিশ। তিনি আরও বলেছিলেন অসদ উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়িতে হামলা চালান হয়েছিল। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ কেরছিলেন শুভেন্দু।
যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেয় রাজ্যপুলিশ। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। হাইকোর্টে এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিয়েছিলেন শুভেন্দু। অমৃতা সিনহা জানিয়েছে, শুভেন্দুর হলফনামার পাল্টা বক্তব্য পরের শুনানিতে জানাবে রাজ্য প্রশাসন। এই মামলার পরবর্তী শুনানী আগামী ২৮জুন।